নিরপেক্ষ ইডি! অর্থমন্ত্রীকে ধুয়ে দিল তৃণমূল

Must read

প্রতিবেদন : রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman- TMC) একটি মন্তব্য রাজনৈতিক মহলে তীব্র কটাক্ষের মুখোমুখি হয়েছে। অর্থমন্ত্রী বলছেন, ইডি নাকি একটি নিরপেক্ষ সংস্থা। দারুণ কাজ করছে। প্রচুর টাকা-পয়সা উদ্ধার তারই প্রমাণ। জবাবে তৃণমূল কংগ্রেস (Nirmala Sitharaman- TMC) কেন্দ্রের শাসক দলকে কার্যত ভূলুণ্ঠিত করেছে। দলের মুখপাত্র বলেন, বিজেপির নেতা-নেত্রীরা দলের শাখা সংগঠনের প্রশংসা করবেন এটাই স্বাভাবিক ব্যাপার। ইডি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান। সংস্থায় দক্ষ এবং যোগ্য অফিসাররা কাজ করেন। কিন্তু বিজেপি তাঁদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। ফলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের বিশ্বাসযোগ্যতাই প্রশ্নের মুখে। বিরোধীদের নিয়ন্ত্রণে আনতে না পারলে ইডি দিয়ে শায়েস্তা করার অনৈতিক অভিযোগ উঠেছে। বিজেপির সরকার নেই এমন রাজ্যে ইডির মতো এজেন্সির দাপাদাপি বেশি। মুখপাত্র কুণাল ঘোষের স্পষ্ট কথা, যদি কোথাও ভুল থাকে, অন্যায় থাকে ইডি নিরপেক্ষভাবে ব্যবস্থা নিক। কিন্তু বিজেপি নেতারা যখন বলে দেন এরপর অমুকের বাড়ি যাবে, এরপর তমুকের বাড়ি যাবে, তখন এই এজেন্সির বিশ্বাসযোগ্যতা তলানিতে এসে নামে। বিজেপির যেখানে রাজনৈতিক ঘাটতি রয়েছে, সেই ঘাটতি পুরণে ইডিকে ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন-নন্দীগ্রামে ঐক্যবদ্ধ তৃণমূলের বিজয়া সম্মিলনীতে জনজোয়ার

Latest article