প্রতিবেদন : বৃহস্পতিবার আলিপুরদুয়ারের হাসিমারায় তিন জেলার সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চে আচমকাই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে আসতে অনুরোধ করেন। নিজের মূল বক্তব্য রাখার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee- Abhishek Banerjee) বলেন, অভিষেককে বললাম, মঞ্চে আয়। ও বলল, না এটা সরকারি অনুষ্ঠান, আমি যাব না। একবার বলব, নমস্কার করে নেমে যাও। ও যখন এখানে এসেছে মেঘালয় থেকে আমার সঙ্গে, একজন সাংসদ হিসেবে আসতেই পারে। এরপরই আনুষ্ঠানিক ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee- Abhishek Banerjee) অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে আসতে অনুরোধ করেন। অভিষেকও দিদির অনুরোধ মেনে মঞ্চে উঠে উপস্থিত সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং জনতাকে নতমস্তকে প্রণাম করে মঞ্চ ছেড়ে নেমে যান। সভাস্থল জুড়ে তখন হাততালির ঝড়। কেউ কেউ স্লোগানও তুললেন।
আরও পড়ুন-ক্রেতাসুরক্ষা দফতরের কড়া পদক্ষেপ, ফ্ল্যাট পেলেই সঙ্গে সিসি