ক্রেতাসুরক্ষা দফতরের কড়া পদক্ষেপ, ফ্ল্যাট পেলেই সঙ্গে সিসি

Must read

প্রতিবেদন : জমি ও ফ্ল্যাটের ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত করতে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ নিচ্ছে। যাঁরা ফ্ল্যাট কিনছেন, তাঁদের পজেশন নেওয়ার সঙ্গে সঙ্গেই সিসি (কমপ্লিশন সার্টিফিকেট) দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। জানালেন ক্রেতাসুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার তিনদিনব্যপী ক্রেতাসুরক্ষা মেলার উদ্বোধন করে। বলেন, ফ্ল্যাট কেনা ও হস্তান্তর নিয়ে রোজ ভূরি ভূরি অভিযোগ আসছে। ফ্ল্যাট তৈরির পর পজেশন দেওয়া হলেও কমপ্লিশন সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। ফলে তাঁরা ব্যাঙ্কঋণ-সহ বিভিন্ন ক্ষেত্রে অসুবিধায় পড়ছেন। একইভাবে জমি কিনে কেউ প্রতারিত হলেও ক্রেতাসুরক্ষা দফতর (Department of Consumer Protection) পাশে দাঁড়াবে। বেসরকারি হাসপাতাল-নার্সিংহোমে মাত্রাতিরিক্ত বিল সংক্রান্ত অভিযোগেও ব্যবস্থা নেওয়া হবে। ওষুধ এবং ওই ধরনের জিনিসে দাম লেবেলে স্পষ্টভাবে যাতে উল্লেখ করা হয় সে ব্যাপারে উদ্যোগী হচ্ছে দফতর (Department of Consumer Protection)। না হলে ক্রেতারা জানতে পারছেন না, যে ওষুধ খাচ্ছেন তাতে কী ধরনের উপকরণ থাকছে। দাম স্পষ্ট উল্লেখ না থাকায় অসাধু ব্যবসায়ীরা প্রতারণার সুযোগ পাচ্ছেন। শিগগিরই দফতরের আধিকারিক ও নির্মাতা সংস্থাগুলির সঙ্গে বৈঠক করে এ ব্যাপারে স্পষ্ট নির্দেশ দেওয়া হবে। মেলা চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। উদ্বোধন অনুষ্ঠানে ক্রেতাসুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র ছাড়াও ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, অখিল গিরি, জাভেদ খান, শ্রীকান্ত মাহাতো প্রমুখ।

আরও পড়ুন-মোদি সরকারের আপত্তি খারিজ, সমকামী সৌরভ কৃপাল বিচারপতি পদে যোগ্য

Latest article