বৃহস্পতিবার সকালে প্রয়াত হয়েছেন দক্ষিণী তারকা তথা ডিএমডিকে দলের প্রতিষ্ঠাতা বিজয়কান্ত (Vijayakanth)। তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
নিজের এক্স হ্যান্ডেলে বাংলার মুখ্যমন্ত্রী লেখেন, “প্রবীণ জননেতা, ডিএমডিকে প্রধান এবং অভিনেতা বিজয়কান্তের (Vijayakanth) মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তিনি আজ চেন্নাইতে মারা গিয়েছেন। আমি তাঁর পরিবার, বন্ধু এবং অগণিত ভক্তদের সমবেদনা জানাচ্ছি। তাঁর আত্মার শান্তি কামনা করি।“
Profound condolences at the demise of the veteran public leader, DMDK chief and actor Vijayakanth. He passed away today at Chennai and I express my solidarity with his family, friends and countless admirers.
May his soul rest in peace.
— Mamata Banerjee (@MamataOfficial) December 28, 2023
আজ সকালে চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিজয়কান্ত। তিনি দেশীয় মুরপোক্কু দ্রাবিড় কাজগাম (ডিএমডিকে) দলের প্রতিষ্ঠাতা ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। গত কয়েকদিন ধরেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন তিনি। হাসপাতালে ভর্তির পর কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর আজ সকালে তিনি মারা যান।