ভারতের আর্জিতে সাড়া কাতারের, বন্দি ৮ প্রাক্তন নৌসেনা কর্মীর ফাঁসি রদ

Must read

মিলল স্বস্তি। ভারতের আর্জিতে সাড়া কাতারের। গুপ্তচরবৃত্তির অভিযোগে কাতারে বন্দি ৮ নৌসেনা কর্মীর ফাঁসির সাজা রদ করল আদালত। দিন কয়েক আগে ৮ ভারতীয়ের (8 ex indian navy officer) ফাঁসির সাজা দিয়েছিল কাতার আদালত। সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল ভারত। সেই মামলার শুনানিতেই রদ হয়েছে ফাঁসির নির্দেশ। এর পরিবর্তে কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই তথ্য প্রকাশ করেছে ভারত সরকার।

এদিন ভারত সরকারের তরফে এই খবর প্রকাশ্যে এনে জানানো হয়েছে, কেন্দ্রের তরফে কাতারের আইনজীবীদের সঙ্গে সমস্ত রকম যোগাযোগ রাখা হয়েছে। পাশাপাশি জেলবন্দিদের পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছে। সকলের পরামর্শ অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নেব। আমরা শুরু থেকেই ওই ৮ প্রাক্তন নৌসেনা কর্মীর (8 ex indian navy officer) পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি, আগামী দিনেও যোগাযোগ রাখা হবে। এবং সবরকম আইনি সাহায্য জারি থাকবে। আমরা কাতার প্রশাসনের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা জারি রেখেছি। তবে কোন শর্তে ওই ৮ ভারতীয়ের সাজা কমানো হয়েছে তা এখনও জানা যায়নি। বিস্তারিত রায় এখনও পাওয়া যায়নি। তবে দীর্ঘ লড়াইয়ের পর কাতারে বন্দি ৮ প্রাক্তন ভারতীয় নৌসেনা কর্মীর ফাঁসির নির্দেশ রদ হওয়া যে ভারতের জন্য বড় কূটনৈতিক জয় তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন- ডাম্পারের সঙ্গে ধাক্কার পরেই বাসে আগুন, মৃত ১৩, আহত একাধিক

২০২২ সালের আগস্ট মাসে ভারতীয় নৌসেনার প্রাক্তন ৮ কর্মীকে গ্রেফতার করে কাতারের গোয়েন্দা বিভাগ। তাঁরা সকলেই একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। ওই সংস্থা কাতার সেনাকে প্রশিক্ষণের কাজ করত। একাধিকবার শুনানির পরে অক্টোবর মাসে ৮ জনকে মৃত্যুদণ্ড দেয় কাতারের আদালত। নৌসেনা কর্মীদের হয়ে আইনি পদক্ষেপ করতে শুরু করে ভারত। চলতি মাসেই ভারতীয় প্রতিনিধিরা তাঁদের সঙ্গে দেখা করার অনুমতি পান। তার আগেই দুবাইয়ের জলবায়ু সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদের সঙ্গে কথা হয় মোদির। প্রবাসী ভারতীয়দের উন্নতি নিয়েও আলোচনা হয় দুজনের মধ্যে। তারপরই ৮ প্রাক্তন নৌসেনা কর্মীর ফাঁসি রদের নির্দেশ দেয় আদালত।

Latest article