ডাম্পারের সঙ্গে ধাক্কার পরেই বাসে আগুন, মৃত ১৩, আহত একাধিক

Must read

ভয়াবহ দুর্ঘটনা মধ্যপ্রদেশের (Bus Fire- Madhya Pradesh) গুনা জেলায়। বুধবার রাতে একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রীবাহী বাসের। তারপরই আগুন ধরে যায় বাসটিতে। ঝলসে মৃত্যু হয় ১৩ জনের। আহত হয় ১৭ জন।

ডাম্পার এবং বাসের সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, বাসের (Bus Fire- Madhya Pradesh) সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে আহত যাত্রীরা নেমে আসর সময়ই আগুন লেগে যায়। মৃত্যু হয় ১৩ যাত্রীর। পুলিশের তরফে জানানো হয়েছে, বাস থেকে ১৭ জন আহত যাত্রীকে উদ্ধার করে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তাঁদের অবস্থা স্থিতিশীল। বাসের ভিতর থেকে ১৩ জন যাত্রীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে। দেহগুলি এতটাই পুড়ে গিয়েছে যে চিহ্নিতকরণ সম্ভব নয়। ডিএনএ পরীক্ষা করেই দেহ শনাক্ত করা হবে।

তবে কীভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিক অনুমান, ঘন কুয়াশার কারণেই উল্টোদিক থেকে আসা বাসটিকে দেখতে পাননি ডাম্পারের চালক। এর কারণেই মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়েই শোকপ্রকাশ করেছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা এবং আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা করেছেন তিনি।

আরও পড়ুন- প্রয়াত দক্ষিণী তারকা-রাজনীতিক বিজয়কান্ত

Latest article