‘শিক্ষকরা আমাদের গর্ব, বাইরে লেখাপড়া করে, সবাই এখানে ফিরে আসুক’ বললেন মুখ্যমন্ত্রী

এবারের শিক্ষক দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং জয়েন্টের কৃতি পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হল।

Must read

এবারের শিক্ষক দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং জয়েন্টের কৃতি পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হল। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রথম দশে থাকা ৃকৃতি পড়ুয়াদের, সিবিএসইস আইসিএসই এবং আইএসসি-র দশম ও দ্বাদশের প্রথম পাঁচে থাকা পড়ুয়াদের, এবং জয়েন্টেও ইঞ্জিনিয়ারিংয়ের কৃতি পড়ুয়াদের, পাশাপাশি এসসি ও এসটি পড়ুয়াদের মধ্যে থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের প্রথম একশোয় থাকা পড়ুয়াদের আজ সংবর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-বিরাট-মঞ্চে নায়ক সেই রিজওয়ান

এদিন রাজ্যের মোট ৬১ জন শিক্ষক – অধ্যাপিকাকে শিক্ষারত্ন সম্মান তুলে দিলেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে দশ জন শিক্ষক – অধ্যাপিকাকে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে শিক্ষারত্ন সম্মান তুলে দিলেন মুখ্যমন্ত্রী। বাকি ৫১ জন শিক্ষক অধ্যপিকাকে বিভিন্ন জেলা থেকে শিক্ষারত্ন সম্মান তুলে দেবেন বিভিন্ন জেলার জেলাশাসকরা।

আরও পড়ুন-ইডি মামলায় বিশাল স্বস্তি অভিষেক বন্দোপাধ্যায়ের, এখনই কোনো কড়া পদক্ষেপ নয় তাঁর বিরুদ্ধে

বিশ্ববাংলা মেলাপ্রাঙ্গণে আজ শিক্ষক দিবস উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে বলেন, ‘আমাদের দেশের ইতিহাস, ধর্ম নিরপেক্ষতাকে জানতে হবে। বাংলা একদিন মেধায় বিশ্বের দখল নেবে। শিক্ষকরা আমাদের গর্ব। বাইরে লেখাপড়া করে, সবাই এখানে ফিরে আসুক। শিক্ষকরা আমাদের গর্ব। তাঁদের অভিনন্দন জানাচ্ছি। তাঁরা আমাদের সমাজ তৈরি করছেন। শিক্ষকরা যে ভাবে ছাত্রদের তৈরি করছেন, সারা পৃথিবী এক দিন বাংলার মেধাতে ভরে যাবে।’

এদিন তিনি আরো বলেন, ‘আমরা কেউ সোনার চামচ মুখে দিয়ে বড় হইনি। আমাদের শিক্ষকরা আমাদের গর্ব। তাঁদের জন্যই বাংলার ছেলেমেয়েরা বিশ্বের দরবারে রাজ্যকে গর্বিত করছে। বাংলাকে বিশ্বে গর্বিত করবেছে মেধা দিয়ে।’

আরও পড়ুন-ক্লিনচিট পেলেন কুণাল ঘোষ: পুলিশের প্রস্তাবিত প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ খারিজ হল আদালতে

দুর্নীতি ও নৈতিক শিক্ষা নিয়ে এদিন তিনি বলেন, ‘পয়সা আজ আছে, কাল নেই ফুরিয়ে যাবে, নৈতিক চরিত্র গঠন করুন। আমি কতটা লোভী হব, নির্ভর করবে আমার উপর। হাতের পাঁচটা আঙুল সমান নয়। সে রকম সমাজে ভাল ও খারাপ মানুষ আছে। সমাজে কেউ খারাপ করলে সবাইকে খারাপ বলা যায় না। কাঁঠাল কাঁঠাল গাছে জন্মায়। কাঁঠাল গাছে আম হয় না।কখনও ভাল মানুষও বিপথে চলে যায়। সঙ্গদোষে মানুষ অনেক খারাপ কাজ করে।’

শিক্ষার খাতে রাজ্যের উন্নয়ন নিয়ে এদিন তিনি বলেন, ‘১ কোটি ২১ লক্ষ ছেলে-মেয়ে স্কলারশিপ পেয়েছেন। স্কিল এডুকেশনে আমরা এক নম্বর।৮৯ হাজার শিক্ষক নিয়োগ হবে। সব তৈরী আছে। চাকরি প্রসেস করতে সময় লাগে। প্রসেস করতে গিয়ে চাকরির স্কোপ কমে যাচ্ছে| আমি চাকরি দিতে চাই। কিছু কিছু জন চাকরি হোক চাই না। সব কিছুতেই পিআইএল (জনস্বার্থ মামলা)।কেউ যদি মনে করেন ন্যায়বিচার পাননি, সেই ন্যায়বিচার আমাদের কাছেই পাবেন’

 

Latest article