সম্প্রতি গোয়া (Goa) সফরে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার মুখ্যমন্ত্রীর হাত ধরেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহ ফালেরিও (Luizinho Faleiro) এবং ভারতীয় টেনিস তারক লিয়েন্ডার পেজ (Leander Paes)। আবারও গোয়া যাওয়ার পরিকল্পনা নিয়েছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ১৩ ডিসেম্বর ফের তাঁরা গোয়ায় যাচ্ছেন। এর মাঝেই গোয়াবাসীকে ‘ফিস্ট অফ সেন্ট ফ্রান্সিস জেভিয়ারে’র (Feast of Saint Francis Xavier 2021) শুভেচ্ছা জানালেন তৃণমূল সুপ্রিমো।
আরও পড়ুন-Congress: নড়বড়ে কংগ্রেস দিশাহারা, চ্যালেঞ্জ দলের মধ্যেই
শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে জানান, ‘গোয়াবাসীকে ফিস্ট অফ সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের (Feast of Saint Francis Xavier 2021) শুভেচ্ছা। আজকের দিনে গোয়ার রক্ষাকর্তাকে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। উৎসব পালন করা হয়। কামনা করি, শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে এবং অনন্য পরিচয় বজায় রেখে উন্নয়নের পথে এগোবে গোয়া (Goa)।’
My warmest greetings to all Goans on the occasion of the Feast of St. Francis Xavier. On this day that celebrates the patron saint & protector of Goa, I hope for peace & prosperity for all, as well as renewed strength to preserve Goa’s uniquely beautiful identity!
— Mamata Banerjee (@MamataOfficial) December 3, 2021