Akhil Giri-Suvendu Adhikari: শুভেন্দুকে ‘লোডশেডিং MLA’ বলে খোঁচা রাজ্যের মন্ত্রীর

Must read

শুভেন্দুকে “লোডশেডিং এমএলএ (MLA)” বলে খোঁচা (Akhil Giri-Suvendu Adhikari) রাজ্যের মন্ত্রী অখিল গিরির। নন্দীগ্রামে (Nandigram) কৃষি আধিকারিককে মারধরের প্রতিবাদে হরিপুর কৃষক বাজারে এক ধিক্কার সভার আয়োজন করেছিল রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। সেখানে যোগ দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ‘’লোডশেডিং MLA’’ বলে খোঁচা দিলেন মৎস্যমন্ত্রী অখিল গিরি (Akhil Giri)।

আরও পড়ুন-Mamata-Abhishek: গোয়ায় ঝড় তুলতে ১৩ই, মমতা–অভিষেক

অখিল (Akhil Giri) বলেন, ‘‘বিজেপি (BJP) রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। সব জায়গাতেই ভোটে হারছে। নন্দীগ্রামে তৃণমূল নেতৃত্বের বাড়িতে সিবিআই (CBI) লাগিয়ে ভয় দেখাতে চাইছে বিজেপি। সেদিন স্মারকলিপি দেওয়া নয়, সরকারি কর্মীকে মারধর করাই উদ্দেশ্য ছিল বিজেপির। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উস্কানিতেই এমন ঘটনা ঘটেছে।’’

আরও পড়ুন-Congress: নড়বড়ে কংগ্রেস দিশাহারা, চ্যালেঞ্জ দলের মধ্যেই

ধিক্কার সভায় রামনগরের বিধায়ক তথা মৎস্যমন্ত্রী অখিল গিরি (Akhil Giri-Suvendu Adhikari) ছাড়াও ছিলেন তৃণমূলের (TMC) তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান বিপ্লব রায়চৌধুরী, তমলুক সাংগঠনিক জেলার সভাপতি দেবপ্রসাদ মণ্ডল, শহিদ মাতা বিধায়ক ফিরোজা বিবি, রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা কমিটির সভাপতি শ্যামল পট্টনায়েক প্রমুখ।

 

Latest article