প্রতিবেদন : কালীঘাটের বৈঠকের একদিন পরেই জেলা বৈঠক শুরু করছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রবিবার মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন নেত্রী। পঞ্চায়েত নির্বাচনের আগে এই জেলায় দলের সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় বার্তা দেবেন।
আরও পড়ুন-কুন্তলকে সম্মান, কেন দায় নেবে না মিডিয়া?
শুক্রবার কালীঘাটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সাগরদিঘির নির্বাচন আমাদের চোখ খুলে দিয়েছে। একইসঙ্গে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতাও হারের কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। ফলে জেলাভিত্তিক বৈঠকের শুরুয়াত করছেন মুর্শিদাবাদ জেলা দিয়ে। আজ এই জেলার সমস্ত সাংসদ, বিধায়ক এবং সাংগাঠনিক পদাধিকারীদের জেলা পার্টি অফিসে থাকতে বলা হয়েছে। দলনেত্রীর ভার্চুয়াল বৈঠকের পর নির্দেশ অনুযায়ী মুর্শিদাবাদ জেলা নেতৃত্ব সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন।