আজ বুধবার, গঙ্গাসাগরে পৌঁছোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের হেলিপ্যাড থেকে কপ্টারে চড়ে গঙ্গাসাগরে যান তিনি। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতেই মুখ্যমন্ত্রীর এই সফর বলেই জানা যাচ্ছে। সাগরে তৈরি হয়েছে নতুন হেলিপ্যাড। ডুমুরজলার আদলে ওই হেলিপ্যাড তৈরি করা হয়েছে। সেটির সঙ্গে কামারহাট সেতু উদ্বোধনও করলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-শুভেন্দুর সভায় আবাসের ফর্ম জমা, বিতর্ক তুঙ্গে, প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস
এরপর তিনি পুজো দেবেন কপিলমুনির মন্দিরে। তারপর যাবেন ভারত সেবাশ্রম সঙ্ঘের কার্যালয়ে। মঙ্গলবার হেলিপ্যাডে ওঠানামার মহড়া দিয়েছে হেলিকপ্টার। মমতা বন্দ্যোপাধ্যায় সাগরে এসে জনস্বাস্থ্য কারিগরি দফতরের ভবন ঊর্মিমুখরে থাকবেন। এখানেই মেলার প্রস্তুতি নিয়ে বৈঠক করবেন। বিভিন্ন দফতরের মন্ত্রী ছাড়াও জেলা প্রশাসনের কর্তারা থাকবেন এই বৈঠকে।