শেষ বয়সে কেন্দ্রীয় সরকারের দেওয়া ‘পদ্মশ্রী’ সম্মান প্রত্যাখ্যান নিয়ে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়(Sandhya Mukherjee) বিতর্কে জড়িয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছিল শেষ বয়সে তাঁকে অপমান করেছে বিজেপি সরকার। মঙ্গলবার রাতে সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণের পর তাঁকে শ্রদ্ধা জানানোর সঙ্গে পদ্মশ্রী(Padmasree) বিতর্ক তুলে ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। জানালেন, শেষ বয়সে তিনি একটা ধাক্কা খেয়েছেন। অপমানিত হয়েছে। সন্ধ্যা মুখোপাধ্যায়কে ভারতরত্ন(Bharat Ratna) বললেও ভুল হবে না বলেও জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-বাপি লাহিড়ীর অকালপ্রয়াণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শোকবার্তা
বুধবার কোচবিহারে বীর চিলা রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী(chief minister) মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়ানের শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “সন্ধ্যাদি আমার খুব পছন্দের মানুষ। খুব প্রিয় মানুষ। ওঁকে ভারতরত্ন বললে ভুল হবে না। হয়তো জীবনে কিছুই পায়নি। কিন্তু মানুষের যে ভালবাসা, তা কখনও একটা পদ্মশ্রী বা একটা হতশ্রীতে হয় না। পদ্মশ্রী একটা সম্মানের, হতশ্রী আমরা বিপরীত শব্দ ব্যবহার করি। কিন্তু পদ্মশ্রী আর হতশ্রী এক নয়। পদ্মশ্রী সম্মানের।”
আরও পড়ুন-আজ শুরু প্রাথমিক স্কুল
পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন, “পদ্মশ্রীর উপরে ওপরে আরও দু-তিনটি পুরস্কার আছে। সেই পুরস্কারগুলো তাঁর অনেকদিন আগে প্রাপ্য ছিল। জীবনের শেষ বয়সে তিনি একটা ধাক্কা খেয়েছেন। তিনি অসম্মানিত বোধ করেছেন। আমরা তার জন্য ব্যথিত, শোকাহত, মর্মাহত।” একই সঙ্গে এই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, “এখানকার অনুষ্ঠান ছেড়ে আমি কলকাতা যাব, তারপর তাঁর মরদেহ নিয়ে বেরোব। রাজ্য সরকারের পক্ষ থেকে গান স্যালুট দিয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন করব।”
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…