বাপি লাহিড়ীর অকালপ্রয়াণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শোকবার্তা

তার মৃত্যুতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে শোকবার্তা জ্ঞাপন করেছেন।

Must read

কিংবদন্তি সুরকার ও সঙ্গীতশিল্পী বাপী লাহিড়ী (অলোকেশ লাহিড়ী)-র প্রয়াণে মর্মাহত শিল্পী জগৎ। উত্তরবঙ্গের সন্তান বাপী লাহিড়ী অসামান্য প্রতিভা ও কঠোর পরিশ্রমে সর্বভারতীয় খ্যাতি অর্জন করেছিলেন। তাঁর সাঙ্গীতিক অবদানের মাধ্যমে আমাদের গর্বিত করেছেন, দীর্ঘ কয়েক দশক ধরে অবিস্মরণীয় সুরের জাদুতে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রেখেছেন। হিন্দী,বাংলা ছাড়াও তিনি তেলুগু, তামিল, কন্নড় সহ বিভিন্ন ভাষার চলচ্চিত্রের গানে সুরারোপ করেছিলেন।

আরও পড়ুন-আজ শুরু প্রাথমিক স্কুল

পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১২ সালে ‘বিশেষ চলচ্চিত্র পুরস্কার’, ২০১৫ স্পেশ্যাল লাইফ টাইম অ্যাওয়ার্ড, ২০১৬ সালে ‘মহানায়ক সম্মান’ ও ২০১৭ সালে ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করে।

এদিন তার মৃত্যুতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে শোকবার্তা জ্ঞাপন করেছেন।

মঙ্গলবার, মধ্যরাতে প্রয়াত হন সুরকার ও গায়ক বাপ্পি লাহিড়ী (Bapi Lahiri)। বেশ কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন তিনি। অবসট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা। বুধবার, সকাল থেকেই মুম্বইতে তাঁর বাসভবনে পৌঁছন বলিউডের তারকারা। এদিন সন্ধেয় আমেরিকা (America) থেকে ফিরছেন বাপ্পির ছেলে বাপ্পা লাহিড়ী (Bappa Larihi)। তারপরেই তাঁর শেষকৃত্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে পারিবারিক সূত্রে খবর।

Latest article