Nagaland Death: নাগাল্যান্ডে ১৩ জন গ্রামবাসীর মৃত্যুতে শোকপ্রকাশ ও তদন্তের দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নাগাল্যান্ডে(Nagaland) মন জেলার ওটিং গ্রামে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ১৩ জন গ্রামবাসী।

Must read

নাগাল্যান্ডে(Nagaland) মন জেলার ওটিং গ্রামে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ১৩ জন গ্রামবাসী। গ্রামে সন্ত্রাসদমন অভিযান চালানোর সময় নিরাপত্তা বাহিনী ভুলবশত গ্রামবাসীদের ওপর গুলি চালায়। এর ফলেই মারা যান গ্রামবাসীরা। এই ঘটনায় এক জওয়ান নিহত হন। ঘটনাটি ‘দুর্ভাগ্যজনক’ বলে দুঃখপ্রকাশ করেছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফু রিও (Neiphiu Rio)।

আরও পড়ুন-KMC 88: পুরভোটে ডাবল হ্যাট্রিকের পথে Mala Roy

এই অবস্থায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টুইটার হ্যান্ডেলে এই ঘটনার জন্য শোকপ্রকাশ করেছেন। তিনি এদিন লিখেছেন, “#নাগাল্যান্ড থেকে উদ্বেগজনক খবর। শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা। যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।আমাদের অবশ্যই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত নিশ্চিত করতে হবে এবং সকল ভিকটিম যাতে ন্যায়বিচার পায় তা নিশ্চিত করতে হবে!’

 

 

Latest article