কেন্দ্রের উদাসীনতায় মার খাচ্ছে রাজ্যের রফতানি

কেন্দ্রের উদাসীনতার শিকার হচ্ছেন রাজ্যের ব্যবসায়ীরা। ভারত থেকে বাংলাদেশে পণ্য পরিবহণের সময় রীতিমতো সমস্যার মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের।

Must read

সংবাদদাতা, বালুরঘাট : কেন্দ্রের উদাসীনতার শিকার হচ্ছেন রাজ্যের ব্যবসায়ীরা। ভারত থেকে বাংলাদেশে পণ্য পরিবহণের সময় রীতিমতো সমস্যার মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। এর ফলে পণ্য পরিবহণ বন্ধ রাখলেন ব্যবসায়ীরা। দক্ষিণ দিনাজপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকে সাড়া দিয়ে রবিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য পরিবহণ বন্ধ রাখা হয়।

আরও পড়ুন-Nagaland Death: নাগাল্যান্ডে ১৩ জন গ্রামবাসীর মৃত্যুতে শোকপ্রকাশ ও তদন্তের দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

সংগঠনের অভিযোগ, তারা ভারতের ওজন কাঁটায় পণ্য মেপে বাংলাদেশে সঠিক ওজনের পণ্য নিয়ে গেলেও বাংলাদেশের ওজন কাঁটায় ওই পরিবাহিত পণ্যের ওজন ইচ্ছাকৃতভাবে কমিয়ে দেওয়া হচ্ছে। তার জেরে ভারতের রফতানি ব্যবসায়ীরা তাঁদের গাড়ি ভাড়ার টাকা থেকে ঘাটতি পণ্যের টাকা কেটে নিচ্ছে। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে ট্রাক মালিকদের। দক্ষিণ দিনাজপুর জেলা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক চঞ্চল সাহা বলেন, ‘‘বাংলাদেশে আমাদের আমাদের চালকদের ওজন দেখানো হয় না, চালকরা ওজন দেখতে চাইলে সেখানে তাদেরকে ভয় দেখানো হয়।’’

আরও পড়ুন-KMC 88: পুরভোটে ডাবল হ্যাট্রিকের পথে Mala Roy

ট্রাক মালিকরা পণ্য পরিবহণ বন্ধ রাখায় ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা করছে আমদানি- রফতানি ব্যাবসায়িক সংগঠন হিলি এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন। সংগঠনের সম্পাদক ধীরাজ অধিকারী বলেন, ‘‘দীর্ঘদিন ধরেই কেন্দ্রের উদাসীনতার শিকার হচ্ছেন রাজ্যের ব্যবসায়ীরা। আমরা বারবার জানিয়েছি। ব্যবস্থা না নিলে পরিবহণ বন্ধের কথা আগেই ঘোষণা করেছিলাম। আমাদের আন্দোলন চলবে।’’

Latest article