প্রতিবেদন : বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে রাজ্যে শিল্পে লগ্নি আনার লক্ষ্যে আজ মঙ্গলবার এগারো দিনের বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালেই স্পেনের পথে উড়ে যাবেন তিনি। প্রথমে কলকাতা থেকে দুবাই। সেখান থেকে স্পেনের মাদ্রিদ পৌঁছবেন তিনি। তাঁর সঙ্গে যাচ্ছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী-সহ শিল্পপতি ও সাংবাদিকদের এক বিরাট টিম। সফরে থাকছেন ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডান ক্লাবের কর্মকর্তারাও৷
আরও পড়ুন-বঞ্চনার প্রতিবাদ
সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন— এক, দুই নয় পাঁচ-পাঁচটা বছর পর বিদেশ সফরে যাচ্ছেন তিনি। এই বিদেশ সফরে মুখ্যমন্ত্রীর একমাত্র লক্ষ্য রাজ্যে বিনিয়োগ। এদিন নিজের বিস্তারিত সফরসূচি জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পাঁচদিনের জন্য দুবাই ও স্পেনে থাকবেন। তাঁর কথায়, দীর্ঘ পাঁচবছরে বিদেশ থেকে একাধিক আমন্ত্রণপত্র এলেও অনুমতি পাইনি। সোমবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘মঙ্গলবার ভোরে আমরা রওনা দেব। সেদিন আমাদের দুবাইয়ে থাকতে হবে। কারণ সেখান থেকে স্পেনে যাওয়ার মতো কোনও বিমান নেই। বুধবার মাদ্রিদ পৌঁছনোর কথা। বেশ কিছু শিল্প সম্মেলন রয়েছে। মাদ্রিদে তিনদিন থাকব। তারপর সেখান থেকে ট্রেনে করে বার্সেলোনা যাব। সেখানে দু-তিনদিনের বেশ কিছু অনুষ্ঠান রয়েছে। প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা হবে। সেখান থেকে আমরা দুবাইয়ে ফিরে আসব। দুবাইয়েও শিল্প-সম্মেলন রয়েছে। দেড় দিন দুবাইয়ে থেকে ২৩ সেপ্টেম্বর আমার এখানে ফিরে আসব।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই উচ্ছ্বাস ধূপগুড়িতে
মুখ্যমন্ত্রী আরও বলেন, এই ক’দিন আমি থাকছি না। বর্ষার মরশুম চলছে, সেই কারণে বাড়তি সতর্কতা নেওয়া হবে। আমার সঙ্গে মুখ্যসচিবও যাবেন। সেই কারণে আমি আজ মিটিং করে সবাইকে কাজ বুঝিয়ে দিয়েছি। এই ক’দিন সব দায়িত্ব স্বরাষ্ট্রসচিবের উপর থাকবে। বাকি সবাই রয়েছেন। সবাই দায়িত্ব নিয়ে কাজ করবেন। ফুটবল কর্তাদের সঙ্গেও কথা হতে পারে। তবই এখনই সবটা বলছি না। তাহালে চমকের কী থাকবে! তাঁর সংযোজন, অনেক আমন্ত্রণ আসে। কিন্তু আমি বেশি দূরে যেতে চাই না, যাতে কোনও প্রয়োজনে ফিরে আসতে পারি। স্পেন এবার আন্তর্জাতিক বইমেলায় আমাদের সঙ্গে কাজ করেছে। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটেও ওরা অংশগ্রহণ করবে বলে আমাদের আশা।