ছটের মঞ্চে মোদি সরকারকে এক হাত মিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

প্রতিবেদন : বাঁধাঘাট ও দইঘাটে ছটপুজোয় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এসে কেন্দ্রকে এক হাত নিলেন তিনি। মূলত মোদি সরকারের আচ্ছে দিনকে টার্গেট করেন তিনি।

সেখানে এসে তিনি , ” এই সব এলাকার সঙ্গে মাটির যোগাযোগ।  ১৯৮৪ সালে যখন এমপি তখন থেকে আসি। এমপি লাড থেকে করে দিয়েছি। কলকাতা পুরসভা ১৩৮ ঘাট বানিয়েছে। সারা বাংলায় হয়েছে। অন্যান্য উৎসবের মতো এটাও গুরুত্বপূর্ণ।  আগে একদিন ছুটি ছিল। এখন দুদিন করে দিয়েছি। আমিও ছট পুজোর ব্রত রেখেছি। মানুষকে মানুষের মর্যাদা দিতে হবে। এখন বাংলায় গণপতি পুজোও অনেক হয়। গঙ্গাসাগর হয়। সারা ভারত থেকে ৩০ লাখের ওপর লোক আসে। সব ঠিকমতো হয়। সবাই খুশি। আচ্ছেদিন বলে জিনিসপত্রের দাম বাড়ানো নয়। নোটবন্দি করা নয়। লক্ষ্মীর ভান্ডার করতে হয়, স্বাস্থ্যসাথী করতে হয় কাজ করতে হয়। তাই আমরা সবার খেয়াল রাখি। রাখতে হয়। কাজ করতে হয়।”

আরও পড়ুন : ২২ নভেম্বর আগরতলায় যাচ্ছেন অভিষেক

এরপরে তিনি বলেন , “আপনারা তাড়াহুড়ো করবেন না। সময় নিয়ে পুজো করুন।  আপনাদের মনোকামনা পূরণ হবে। আপনার ঘরে সূর্য দেবতা আলো দিন।কারো ঘর যেন অন্ধকার না থাকে। আমার হিন্দি এত ভালো নয়। আমার সহকর্মীরা আমাকে ঠেকুয়া দেয়।  আপনারাও পাঠাবেন। ধর্ম যার যার উৎসব সবার। সবাই ভালো থাকুক। গোটা দেশে।”

Latest article