গোষ্ঠ পালের জন্মবার্ষিকীতে ইস্টবেঙ্গলকে আশার বাণী ক্রীড়ামন্ত্রীর

Must read

প্রতিবেদন : ২০ অগাস্ট কিংবদন্তি ফুটবলার “পদ্মশ্রী” গোষ্ঠ পালের ১২৫তম জন্মবার্ষিকী। ইংরেজ আমলে খালি পায়ে ফুটবল খেলে বিপক্ষের তাবড় স্ট্রাইকার, উইঙ্গারদের মুখের গ্রাস কেড়ে নিতেন গোষ্ঠ পাল। সেই কারণেই তাঁকে ”চীনের প্রাচীর” বলে সম্মোধন করা হয়।

আরও পড়ুন : প্রধান সচিব অর্ণব রায়ের প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

এদিন কিংবদন্তি ফুটবলারের জন্মবার্ষিকী উপলক্ষে সকালে ময়দানে তাঁর মুর্তির সামনে যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস , প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি -সহ বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠানের প্রশাসক ও খেলোয়াড়রা। ছিলেন গোষ্ঠ পালের পরিবারের সদস্যরাও।

এদিন মাল্যদান ও শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের শেষে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস কিংবদন্তি ফুটবলারের স্মৃতিচারণা করেন। তিনি বলেন, “গোষ্ঠ পাল ফুটবলের মাঠে চিরকালই আগামী প্রজন্মের কাছে আইকন হয়ে থাকবে। কারণ, ইংরেজ আমলে ওই সময় তিনি খালি পায়ে ফুটবল খেলে যে কৃতিত্ব অর্জন করেছেন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়েছে। সেই সময় অত প্রতিকূলতার মধ্যে তিনি যদি এই বাংলার সন্তান হয়ে এমন কৃতিত্ব করতে পারেন, তাহলে এই যুগে এত সুযোগ সুবিধার মধ্যে নতুন প্রজন্ম কেন পারবে না?”

আরও পড়ুন : চাকরির পরীক্ষায় বেনিয়মের অভিযোগ বিজেপি বিধায়কের! কটাক্ষ কুণালের

এখানেই শেষ নয়। অরূপ বিশ্বাস আরও বলেন, “বাংলার খেলাধুলার উন্নয়নে রাজ্যের ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন। রাজ্য থেকে বিভিন্ন খেলায় উৎসাহী নতুন প্রজন্ম যাতে প্রতিষ্ঠিত হতে পারে সেই চেষ্টাও করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। একইসঙ্গেবিভিন্ন ক্রীড়া সংগঠনকেও খেলাধুলার প্রতি আরও বেশি গুরুত্ব আরোপ করতে হবে, এগিয়ে আসতে হবে। তাহলে বাংলার ছেলেমেয়েরাও আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে।”

এরপরই ইস্টবেঙ্গল ক্লাবের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে ক্রীড়ামন্ত্রী হেসে বলেন, ” ইস্টবেঙ্গলের অচলাবস্থা কেটে যাবে। যেখানে উপরে ভগবান আর নীচে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, সেখানে কোনও সমস্যাই আসলে সমস্যা নয়।”

 

Latest article