‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর আবেদন পত্রে ইউনিক নম্বর: কী ভাবে আবেদন? জানালেন মুখ্যমন্ত্রী

Must read

প্রতিবেদন : ১৬ অগাস্ট থেকে রাজ্যে ফের শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। বৃহস্পতিবার, নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, প্রথমবার এই কর্মসূচি অত্যন্ত সফল হয়। ৯৯ শতাংশ মানুষ পরিষেবা পেয়েছেন। এদিন সাংবাদিক বৈঠক থেকে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প নিয়েও রাজ্যবাসীকে সচেতন করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই প্রকল্প নিয়ে কোনওরকম কারচুপি এড়াতে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন : মোদির সভার জেরে নষ্ট মাঠ

মুখ্যমন্ত্রী জানান, ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র জন্য দুয়ারে সরকারেই ফর্ম পাওয়া যাবে। বিনামূল্যে ফর্ম পাওয়া যাবে। ফর্ম ডুপ্লিকেট করা যাবে না। অন্য ফর্ম জমা নেওয়া যাবে না। ফর্মে ইউনিক নম্বর থাকবে। বাইরে থেকে যদি কেউ ফর্ম জোগাড় করে তা গ্রহণ করা হবে না। ২৫ থেকে ৬০ বছর বয়স পর্যন্ত মহিলারা সুবিধা পাবেন। আবেদনপত্রটি পূরণ করে ক্যাম্পেই জমা দিতে হবে। ফর্ম পাওয়া যাবে দুয়ারে সরকারের অফিশিয়াল ওয়েবসাইটে।’

আরও পড়ুন : টেলিমেডিসিন পরিষেবায় প্রথম হুগলি এরপর রয়েছে উত্তবঙ্গের চার জেলা

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নামে টাকা নেওয়ার বিষয় নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে। এই নিয়ে কোনোরকম জালিয়াতি রুখতে কড়া পদক্ষেপ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

১৬ থেকে ৩১ অগাস্ট হবে এই কর্মসূচি। তবে, যেখানে জল জমে আছে, সেখানে পরে হবে। ১৮টি প্রকল্পের ফর্ম দেওয়া হবে। ৮ থেকে ২৩ সেপ্টেম্বর সমস্ত নথি খতিয়ে দেখা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

এই সমস্ত প্রকল্পে নিয়ে কারও কোনো অভিযোগ থাকলে সরাসরি মুখ্যমন্ত্রীর দফতরে অভিযোগ জানানো যাবে। অভিযোগ জানানোর নম্বর ১০৭০/২২১৪৩৫২৬। এছাড়া বাংলা সহায়তা কেন্দ্রেও অভিযোগ জানানো যাবে।

 

Latest article