‘ভারতের লৌহমানব’ বা ‘দ্য আয়রনম্যান অফ ইন্ডিয়া’ বলে ডাকা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। গান্ধীজীর আদেশে যিনি অখণ্ড ভারতের প্রধানমন্ত্রীর পদকে ছুড়ে ফেলে দিয়েছিলেন বলে জানা গিয়েছিল। বলা হয় সর্বকালের অন্যতম মহান রাজনীতিবিদ সর্দার বল্লভভাই জাভেরভাই প্যাটেল।
১৯৫০ সালের ডিসেম্বর মাসের পনের তারিখ সর্দার প্যাটেল দিল্লীর বিড়লা হাউসে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাত্তর। ১৯৯১ সালে সর্দার প্যাটেলকে ভারতের সর্বোচ্চ বেসামরিক পদক মরণোত্তর ভারতরত্ন প্রদান করে ভারতের কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন-বিরাটই চেয়েছিল অশ্বিনকে: সৌরভ
এদিন তাঁর মৃত্যুদিবসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান। তিনি লেখেন,
‘সর্দার বল্লভভাই প্যাটেলকে তাঁর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি।ভারতকে একত্রিত করার জন্য আপনার অক্লান্ত প্রচেষ্টার জন্য সমগ্র জাতি আপনার কাছে কৃতজ্ঞ।’
Solemn tribute to Sardar Vallabhbhai Patel on his death anniversary.
The entire nation remains grateful to you for your tireless efforts towards uniting India.
— Mamata Banerjee (@MamataOfficial) December 15, 2021