বিরাটই চেয়েছিল অশ্বিনকে: সৌরভ

মরুদেশে আয়োজিত টি-২০ বিশ্বকাপে বিশ্বকাপে ভারতীয় দলে রবিচন্দ্রন অশ্বিনকে দেখে অনেকেই বিস্মিত হয়েছিলেন।

Must read

প্রতিবেদন : মরুদেশে আয়োজিত টি-২০ বিশ্বকাপে বিশ্বকাপে ভারতীয় দলে রবিচন্দ্রন অশ্বিনকে দেখে অনেকেই বিস্মিত হয়েছিলেন। কারণ তার আগে দীর্ঘদিন সাদা বলের ফরম্যাটে জাতীয় দলে ব্রাত্য ছিলেন অভিজ্ঞ অফস্পিনার। এতদিন পর জানা গেল, অধিনায়ক বিরাট কোহলি চেয়েছিলেন বলেই অশ্বিন টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছিলেন।

আরও পড়ুন-কলকাতা পুরভোটে হস্তক্ষেপ করল না হাইকোর্ট, হতাশ বিজেপি

মঙ্গলবার এক অনুষ্ঠানে এই তথ্য ফাঁস করলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। এই প্রসঙ্গে সৌরভের বক্তব্য, ‘‘অশ্বিন যে ফের সাদা বলের ক্রিকেটে ভারতের হয়ে খেলবে, এই ব্যাপারে আমিও নিশ্চিত ছিলাম না। কিন্তু বিরাট টি-২০ বিশ্বকাপ দলে অশ্বিনকে চেয়েছিল। এবং সেই সুযোগ দুর্দান্তভাবে কাজে লাগিয়েছিল অশ্বিন।’’

আরও পড়ুন-KMC 106: স্বাধীনতা সংগ্রামীর নাতি এমবিএ ছাত্র রানা এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী

একই সঙ্গে অশ্বিনের উচ্ছ্বসিত প্রশংসা করে সৌরভ আরও বলেন, ‘‘অশ্বিন কতবড় মাপের ক্রিকেটার, তা বোঝার জন্য রকেট সায়েন্স বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। কানপুর টেস্টের পর রাহুল দ্রাবিড় কী বলেছিল মনে আছে তো? অশ্বিনকে সর্বকালের অন্যতম সেরা বলেছিল রাহুল।’’ বোর্ড সভাপতির বাড়তি সংযোজন, ‘‘অশ্বিনের রেকর্ড দেখুন। ২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিল। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে বল হাতে বড় অবদান ছিল অশ্বিনের। ও-ই ছিল সর্বোচ্চ উইকেট শিকারি। চেন্নাইয়ের আইপিএল জয়েও ওর ভূমিকা ছিল।’’

Latest article