ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) আজ জন্মদিবস। তিনি ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি নদীয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন।সিনেমা ছাড়াও তিনি বহু নাটক, যাত্রা এবং টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন।মঞ্চনাটকেও নিজের ছাপ রেখে গিয়েছেন তিনি।
আরও পড়ুন-বাঙালির ছেলেবেলার একান্ত সাহিত্যিক
পদ্মভূষণ, সঙ্গীত নাটক একাডেমি, দাদা সাহেব ফালকেসহ একাধিক পুরস্কারে ভূষিত এই কিংবদান্তি অভিনেতা।৮৭ তম জন্মবার্ষিকী আজ তাঁর।আজকের এই বিশেষ দিনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন।