প্রতি বছর ক্রিসমাসের আগের রাতে গির্জায় গিয়ে প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবারও তার ব্যতিক্রম ঘটল না। আজ, রবিবার রাতে বড়বাজারের পর্তুগিজ চার্চে (Church) যান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের প্রতিনিধিরা। সেখানে আর্চ বিশপ তাঁকে স্বাগত জানান। ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এরপর বড়দিনের বিশেষ ক্যারল অংশ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী।
মানব সেবা, বিশেষ করে গরিব মানুষদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাঁড়ানো এবং সব ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা জানানোর মানসিকতার ভূয়সী প্রশংসা করে চার্চ কর্তৃপক্ষ। এদিন মুখ্যমন্ত্রীর হাতে উপহারও তুলে দেওয়া হয়।
প্রতিবছরই ২৪ ডিসেম্বর রাতে গির্জায় ক্রিসমাসের বিশেষ ক্যারলে যোগ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায় ধর্ম যার যার, উৎসব সবার। সে কারণে বাংলায় সমস্ত উৎসবকে গুরুত্ব দিয়ে পালনের উপর জোর দেন মমতা বন্দ্যোপাধ্যায়।দুর্গাপুজো-কালীপুজো-জগদ্ধাত্রীপুজোর উদ্বোধনের পাশাপাশি তিনি রেড রোডে (Red Road) ঈদের নমাজেও অংশগ্রহণ করেন। প্রতিবছর বড়দিনের ক্যারলে যোগ দেন। বাংলার সর্বধর্ম সমন্বয়ের ঐতিহ্য রক্ষার বিশেষ উদ্যোগী মুখ্যমন্ত্রী। আর সেই সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতেই এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন অন্যান্য সম্প্রদায়ের প্রতিনিধিরা।