“খেলা হবে” নিয়ে গান লিখে দেবেন: জাভেদকে অনুরোধ মমতার

Must read

মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের দিল্লি সফর প্রতিমুহূর্তে শিরোনামের জন্ম দিচ্ছে। চতুর্থদিনও তার ব্যতিক্রম নয়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কবি-লেখক জাভেদ আখতার এবং তাঁর স্ত্রী শাবানা আজমি। এদিন জাভেদ আখতারকে তৃণমূল সুপ্রিমো অনুরোধ করেন “খেলা হবে” নিয়ে গান লিখতে।

বিকেল পাঁচটায় তাঁর সঙ্গে দেখা করতে যান বিখ্যাত কবি জাভেদ আখতার এবং তাঁর স্ত্রী অভিনেত্রী শাবানা আজমি। দীর্ঘক্ষণ তাঁদের মধ্যে কথা হয়। বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জাভেদ আখতার জানান, দেশে গণতন্ত্র বিপর্যস্ত। তাকে প্রতিষ্ঠার জন্য পরিবর্তন প্রয়োজন। এবার বিধানসভা নির্বাচনে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল তৃণমূলের “খেলা হবে” স্লোগান। দিল্লি সফরে তৃণমূল সুপ্রিমো বলেছেন, “এতদিন বাংলায় খেলা হয়েছে। এবার দেশজুড়ে খেলা হবে”। এদিন সংবাদ মাধ্যমের সামনেই জাভেদ আখতারকে “খেলা হবে” নিয়ে গান লেখার অনুরোধ জানান মমতা।

আরও পড়ুন-৫০ লাখ টাকা ঘুষ : ভাইরাল জন বার্লার অডিও টেপ

২০১১ সালের আগে পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক দিয়েছিল বুদ্ধিজীবী মহল। সেই তালিকায় ছিলেন লেখক-শিল্পী-অভিনেতা-অভিনত্রীরা। সেই উদাহরণ তুলে ধরে এদিন সাংবাদিকরা জাভেদ আখতারকে প্রশ্ন করেন, “আপনিও কি মনে করেন দেশের বর্তমান পরিস্থিতিতে পরিবর্তন প্রয়োজন?” উত্তরে জাভেদ বলেন, “দেশে অশান্তি-ভেদাভেদের বাতাবরণ রয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পরিবর্তন প্রয়োজন”। মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই পরিবর্তনের মুখ? এর উত্তর অবশ্য প্রাজ্ঞ রাজনীতিবিদের মতোই এড়িয়ে গেলেন জাভেদ আখতার। বললেন, “কে প্রধানমন্ত্রী হবেন সেটা বড় কথা নয়। ঐক্যবদ্ধভাবে লড়াই করে গণতন্ত্র প্রতিষ্ঠাই আসল লক্ষ্য”।

সংবাদমাধ্যমের সামনে মুখ না খুললেও জাভেদের কথায় পাশ থেকে হাততালি দিয়ে সমর্থন জানাতে থাকেন শাবানা আজমি। দিল্লি সফরের চতুর্থদিনে প্রশাসনিক ও রাজনৈতিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, মুখ্যমন্ত্রী হিসেবে কেন্দ্রীয় জাতীয় সড়ক পরিবহন মন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক ছিল। তারপরে ডিএমকে সাংসদ কানিমোঝির সঙ্গে বৈঠক করেন মমতা।

আরও পড়ুন-খেলা হবে: লোকসভায় আওয়াজ তুললেন অভিষেক, সঙ্গে তৃণমূল-সহ বিরোধী সাংসদরা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের সফর বিজেপি বিরোধী জোটকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে। নিজেও একাধিকবার সে কথা বলেছেন তৃণমূল সুপ্রিমো। কংগ্রেস, আপ নেতাদের পাশাপাশি এদিন ডিএমকে নেত্রীর সঙ্গেও বৈঠক করেন তিনি। যদিও বৈঠক শেষে কানিমোঝি সংবাদমাধ্যমে সেভাবে কিছু মন্তব্য করতে চাননি। শুধু জানান, “কোনো রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়নি। বাংলা নির্বাচনে জেতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছি”।

 

Latest article