বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানিয়েছে গোয়া। গোয়াবাসী চাইছেন পরিবর্তন। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী মহল বলছে দিদি আসলে আখেরে ভালই হবে। গোয়ার মতো জায়গায় অনেক অনেক কিছুই করা যায় সেই তুলনায় কিছুই হয়নি।
এদিন গোয়াতে প্রথম সভা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমি কোঙ্কণী শিখতে চাই। আমি আপনাদের দিদির মতো। আপনারা আমার হৃদয় ছুঁয়েছেন। আমি প্রথম এখানে আসছি না। ১০ বছর আগে এখানে এসেছিলাম ফিল্ম ফেস্টিভালে। রেলমন্ত্রী হিসেবে এসেছি। মাডগাও তে। কোঙ্কণ রেলের কাজে এসেছিলাম। সেফটি ডিভাইস উদ্বোধনে।”
গোয়ার সংস্কৃতি নিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আপনাদের কালচার আমার ভালো লাগে। আপনারা ফুটবলে সেরা। আমদের বাংলাও তাই। ফোক কালচার আপনাদের আমাদেরও। আমি ভারতীয় সব জায়গায় যেতে পারি।গোয়া থেকে কলকাতা বেশিক্ষন নয়। ফেলারিও জি বলছিলেন বিজেপি কি করছে।গতকাল ওরা কালো পতাকা দেখিয়েছে। আমি ওদের নমস্কার করেছি। গোয়ার মানুষ ওদের কালো পতাকা দেখাবে। আমরা দলটা বিজেপির কাছে দলটাকে বিক্রি করে দিইনি।বাকিদের মতো। আমরা গোয়ায় মহিলাদের গুরুত্ব দেব এখানে। আমাদের দল এটা করে। লোকসভাতেও করেছি। বাংলাতে মহিলারা মাতৃত্ব কালীন ছুটি দিই৷ এখানে অনেকে টাক্সি চালায়। বাংলায় গতিধারা আছে তাঁদের জন্য। এখানেও হবে মৎসজীবিদের জন্য অনেক কিছু করা হয়েছে। এখানেও হবে।’
আরও পড়ুন-বিরোধী ঐক্যই এই সময়ের দাবি
বাংলার কথা তুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় কর্মসংস্থান বেড়েছে। ৪০ শতাংশ বেকারত্ব কমেছে। বাংলায় কন্যাশ্রী আছে। রুপশ্রী আছে, লক্ষ্মীর ভান্ডার আছে। কেউ মারা গেলেও আমরা সাহায্য করি। এরকম অনেক আছে। বাংলা অনেক বড়। গোয়া ছোট জায়গা। এখানেও করব।’
নিজের পরিস্থিতি পরিষ্কার করে জানিয়ে তিনি বলেন, ‘আমি গোয়ার মুখ্যৃমন্ত্রী হব না। কিন্তু গেয়ার উন্নয়নের জন্য কাজ করব। আমি কেন্দ্রে মন্ত্রী ছিলাম অনেকবার। তিন বারের মুখ্যমন্ত্রী। জানি কিভাবে কাজ করতে হয়। গোয়া চালাবে গোয়ার মানুষ। বাইরে থেকে কেউ নয়। গোয়ায় দিল্লির দাদাগিরি চলবে না।অনেকে বলছেন আপনারা কেন কংগ্রেস নয় কেন। ওরা অনেক সময় পেয়েছে বিজেপিক হারাতে পারেনি।
গোয়ার তৃণমূল রক্ত দেবে। কিন্ত মাথা নত করবে না।গোয়াকে নতুন করে গড়ে তুলব।গেয়ার কালচালার হেরিটেজকে রক্ষা করব।
গোয়া ছাগলের তৃতীয় সন্তান নয়। কলকাতায় ইউনিভার্সিটি, হাসপাতাল আছে তাদের সঙ্গে টাই হবে এখানকার। আপনার সুবিধে পাবেন। বাংলায় ফ্রি চিকিৎসা হয় সরকারি হাসপাতালে, এখানেও হবে।’
আরও পড়ুন-ধোঁয়াশার রাজনীতিই ডোবাল কংগ্রেসকে
এদিন সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সম্পর্কে বলে, ‘বিজেপিকে জিগ্যেস করুন ওরা আমায় রোম যেতে দিল না কেন। কেন্দ্র অনুমতি দিল না ইচ্ছে করে। কেন? আমায় আটকাতে।আপনাদের গানও জানি চুুুুচুচুুচু বিখ্যাত গান। অশোক কুমার জি ছিলেন ছবিতে বিজেপি ঠিক করবে না কে হিন্দু কে মুসলিম। তৃণমূল কংগ্রেস জাতীয় দল। সবাই সব জায়গায় জায় আর আমরা গেলেই কালো পতাকা হিংসা কেন? কারন বিজেপি জানে তৃণমূল মাথা নোয়াবে না। টিএমসি মানে মন্দির মসজিদ গির্জা|’
এদিন তিনি গোয়ার জন্য নতুন সকাল আনার বার্তা দিয়েছেন। বলেন, ‘বিজেপিকে রুখতেহবে,কংগ্রেস পারবে না। একমাত্র তৃণমূল কংগ্রেস বিকল্প, জয় গোয়া’