তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন লিয়েন্ডার-নাফিসা-মৃণালিনী

Must read

তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর গোয়া সফরের দ্বিতীয় দিনেই সকলের জন্য বড় চমক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের মধ্যে অনেক তারকাই যোগ দেবেন তৃণমূল কংগ্রেসে আশা করাই গিয়েছিল। শুক্রবার তৃণমূলে যোগ দিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ , অভিনেত্রী ও সমাজসেবী নাফিসা আলি, পরিবেশপ্রেমী মৃণালিনী দেশপ্রভু ৷মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই সকালে তৃণমূলে যোগ দেন অভিনেত্রী নাফিসা আলি। মমতা বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও ব্রায়নের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন প্রবীণ অভিনেত্রী-সমাজসেবী৷ নাফিসা আলি- সঙ্গেও তৃণমূলে যোগ দিয়েছেন পরিবেশপ্রেমী মৃণালিনী দেশপ্রভু৷ এরপরে সাংবাদিক বৈঠকে তৃণমূল সুপ্রিমোর হাত থেকে পতাকা নিয়ে তৃণমূলে যোগদান টেনিস তারকা লিয়েন্ডার পেজ।

আরও পড়ুন-‘আমি গোয়ার মুখ্যমন্ত্রী হব না, কিন্তু গেয়ার উন্নয়নের জন্য কাজ করব’ সভা থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার বিকেলেই গোয়া পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার, দলীয় বৈঠকে যোগ দেওয়ার আগেই নাফিসা আলি যোগ দেন৷ দলে যোগ দিয়েই নাফিসা আলি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের নতুন কংগ্রেস। বিজেপির বিভেদের রাজনীতির বিরুদ্ধে লড়তে পাবেন মমতা।

লিয়েন্ডার পেজ বলেন, যখন তিনি খেলা শুরু করেছিলেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন কেন্দ্রের ক্রীড়ামন্ত্রী। তিনি খেলোয়াড়দের উৎসাহ দিতেন।

তৃণমূল সাংসদ সৌগত রায় আগেই জানান, নাফিসা আলি, লাকি আলি এবং রেমো ফার্নান্ডেজ তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন৷ সেই মতোই এদিন তৃণমূূলে যোগ দিলেন নাফিসা আলি৷ তৃণমূল নেত্রীর গোয়া সফরের মধ্যেই আরও বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তি তৃণমূলে যোগ দিতে পারেন বলে খবর৷

Latest article