বৃহস্পতিবার, ঝাড়গ্রামের সভা থেকে ফের দলের নেতা-কর্মীদের কড়া বার্তা দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, মেদিনীপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন স্পষ্ট করেই , “আমি নই-আমরা”। সেই কথাই এদিন ফের মনে করিয়ে তিনি বলেন, কর্মীরাই দলের সম্পদ। যাঁরা মানুষের সঙ্গে যোগাযোগ রাখবেন না, তাঁরা দলে থাকবেন না। এটা বিজেপি নয়, মা-মাটি-মানুষের পার্টি। তিনি এদিন আরও বলেন ”দলের ঊর্ধ্বে কেউ নয়, সবাইকে নিয়ে চলতে হবে, না হলে তাকে সেই পদে রাখা হবে না, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত”
আরও পড়ুন-আবারও বাড়ল গ্যাসের দাম, নাভিশ্বাস আমজনতার
এদিনের কর্মিসভা থেকে একাধিক বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। নেত্রীর স্পষ্ট নির্দেশ- মানুষের কাজ ফেলে রাখা যাবে না, বর্ষা আসার আগে কাজ শেষ করতে হবে। সভায় উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশে মমতা বলেন, সমব্যথী প্রকল্পে টাকা কম পেলে থানায় এফআইআর করুন। কর্মীদের উদ্দেশে নেত্রীর বার্তা ‘‘এমন কিছু করবেন না যাতে বদনাম হয়‘‘। কেউ যেন নিজেকে বড় না ভাবে- সরাসরি বলেন তৃণমূল নেত্রী।