বাংলা কথাসাহিত্যের অনবদ্য স্রষ্টা ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অপরাজিতা, আদর্শ হিন্দু হোটেল, পথের পাঁচালী, ইছামতী’র মত অনবদ্য উপন্যাস ও গল্প তার সৃষ্টি। তার সৃষ্টিতে ছিল প্রেম, প্রকৃতি এবং আধ্যাত্মচেনা।
আরও পড়ুন- ভবানীপুর উপনির্বাচন, রেকর্ড মার্জিনের লক্ষ্যে ব্লু-প্রিন্ট তৈরি তৃণমূলের
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৮৯৪ সালের ১২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার কাঁচরাপাড়া হালিশহরের কাছে মুরাতিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ’র নিকট বারাকপুর গ্রামে ছিল তার পৈতৃক ভিটে। তার পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায় ছিলেন বিশিষ্ট সংস্কৃত পণ্ডিত। মাতা ছিলেন মৃণালিনী দেবী। পাঁচ সন্তানের মধ্যে বিভূতিভূষণ সর্বজ্যেষ্ঠ ছিলেন।
আরও পড়ুন- আর এক ‘নির্ভয়া’র মৃত্যু, রাতের মুম্বইয়ে নয়া আতঙ্ক
এদিন তার জন্মদিবস উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য প্রদান করেন। বাংলার প্রকৃতি ও মানুষের জীবনকে তিনি তার অসাধারণ শিল্পগুণে সহজ ভাষায় সাহিত্য রচনা করেছেন আর সেই কারণেই মুখ্যমন্ত্রী শিল্পীসত্তার প্রতি ভালোবাসা প্রদান করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করেন ।