প্রয়াত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাক্তন সাংসদ ডঃ বিধুভূষণ দত্ত। আর সেই মর্মে বাংলার মুখ্যমন্ত্রী নিজের শোকবার্তা প্রকাশ করলেন।
পশ্চিমবঙ্গ সরকার
তথ্য ও সংস্কৃতি বিভাগ
নবান্ন
৩২৫, শরৎ চ্যাটার্জি রোড
হাওড়া- ৭১১১০২
স্মারক সংখ্যা: ১৪২/আইসিএ/এনবি
তারিখ: ২৮/৯/২০২১
মুখ্যমন্ত্রীর শোকবার্তা
বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাক্তন সাংসদ ডঃ বিধুভূষণ দত্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি গতকাল শিলংয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৪ বছর।
তিনি শিলংয়ের সেন্ট অ্যান্টনি কলেজে অর্থনীতির অধ্যাপক হিসাবে কর্মজীবন শুরু করেন। ডঃ দত্ত বহু গ্রন্থ রচনা করেছেন। তিনি ১৯৯৩ সালে রাজ্যসভার সাংসদ মনোনীত হন। মেঘালয় রাজ্য সৃষ্টির আন্দোলনে তিনি বিশেষ ভূমিকা পালন করেন।মেঘালয়ের শিক্ষা জগতের উন্নয়নে তাঁর বিশেষ অবদান রয়েছে। ওই রাজ্যের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত ছিলেন।
তাঁর মৃত্যুতে উত্তর-পূর্বাঞ্চলের শিক্ষা ও রাজনৈতিক জগতের অপূরণীয় ক্ষতি হল।
আমি ডঃ বিধুভূষণ দত্তের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি ।
মমতা বন্দ্যোপাধ্যায়