উৎসবের মরসুমেই রাজ্যে বাকি চার কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল কমিশন

Must read

দুর্গাপুজোর প্রস্তুতি যখন তুঙ্গে তখন রাজ্যে বাকি চার কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ৩০ অক্টোবর শান্তিপুর, গোসাবা, খড়দহ ও দিনহাটায় উপনির্বাচন । ভোট গণনা ২ নভেম্বর। নোটিফিকেশন শুরু হবে পয়লা অক্টোবর থেকে। ৮ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৬ অক্টোবর।

তৃণমূল নেতা তথা সাংসদ সৌগত রায় এই মর্মে বলেন, নির্বাচন কমিশন দিন ঘোষণা করায় তাদের ধন্যবাদ। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট করানোর জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাচ্ছি।

আরও পড়ুন-বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাক্তন সাংসদ ডঃ বিধুভূষণ দত্তর প্রয়াণে মুখ্যমন্ত্রীর শোকবার্তা

উত্তর ২৪ পরগনার খড়দহ ও দক্ষিণ ২৪ পরগনার গোসাবার জয়ী প্রার্থীর মৃত্যু হয়েছে। ফল ঘোষণার আগেই করোনায় মৃত্যু হয় খড়দহের তৃণমূলের জয়ী প্রার্থী কাজল সিনহার। নির্বাচনে জিতেও দিনহাটা ও শান্তিপুরের বিধায়ক-পদ ছেড়েছেন বিজেপি-র দুই সাংসদ নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। এদিকে বিধায়ক পদে শপথ নেওয়ার পরে মৃত্যু হয় গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর।ফলে এই আসনগুলিতে উপনির্বাচনের প্রয়োজন হয়।

Latest article