প্রতিবেদন : গোয়ায় নতুন ভোর নিয়ে আসবই। এমনই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লিখেছেন, “আমি কথা দিলাম যে আপনাদের সমস্ত সমস্যা এবং বিষয় সব কিছু শোনা হবে। গোয়ার গণতন্ত্রের জন্য সমস্তভাবে তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে দাঁড়াবে। আমরা নতুন ভোরের জন্য একসঙ্গে লড়াই করব।
গতকাল গোয়াতে প্রথম সভা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমি কোঙ্কণী শিখতে চাই। আমি আপনাদের দিদির মতো। আপনারা আমার হৃদয় ছুঁয়েছেন। আমি প্রথম এখানে আসছি না। ১০ বছর আগে এখানে এসেছিলাম ফিল্ম ফেস্টিভালে। রেলমন্ত্রী হিসেবে এসেছি। মাডগাও তে। কোঙ্কণ রেলের কাজে এসেছিলাম। সেফটি ডিভাইস উদ্বোধনে।”
আরও পড়ুন : ফের ছুটবে লোকাল ট্রেন, ভিড় নিয়ন্ত্রণে ভরসা যাত্রীদের সহযোগিতা
গোয়ার সংস্কৃতি নিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আপনাদের কালচার আমার ভালো লাগে। আপনারা ফুটবলে সেরা। আমদের বাংলাও তাই। ফোক কালচার আপনাদের আমাদেরও। আমি ভারতীয় সব জায়গায় যেতে পারি।গোয়া থেকে কলকাতা বেশিক্ষন নয়। ফেলারিও জি বলছিলেন বিজেপি কি করছে।গতকাল ওরা কালো পতাকা দেখিয়েছে। আমি ওদের নমস্কার করেছি। গোয়ার মানুষ ওদের কালো পতাকা দেখাবে। আমরা দলটা বিজেপির কাছে দলটাকে বিক্রি করে দিইনি।বাকিদের মতো। আমরা গোয়ায় মহিলাদের গুরুত্ব দেব এখানে। আমাদের দল এটা করে। লোকসভাতেও করেছি। বাংলাতে মহিলারা মাতৃত্ব কালীন ছুটি দিই৷ এখানে অনেকে টাক্সি চালায়। বাংলায় গতিধারা আছে তাঁদের জন্য। এখানেও হবে মৎসজীবিদের জন্য অনেক কিছু করা হয়েছে। এখানেও হবে।’
আরও পড়ুন- খরদহ থেকে গোসাবা, অপচেষ্টা রুখে শান্তিতে সমস্ত কেন্দ্রের ভোট
বাংলার কথা তুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় কর্মসংস্থান বেড়েছে। ৪০ শতাংশ বেকারত্ব কমেছে। বাংলায় কন্যাশ্রী আছে। রুপশ্রী আছে, লক্ষ্মীর ভান্ডার আছে। কেউ মারা গেলেও আমরা সাহায্য করি। এরকম অনেক আছে। বাংলা অনেক বড়। গোয়া ছোট জায়গা। এখানেও করব।’