রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat election) আগে নির্বাচনী প্রচারে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে নির্বাচনী প্রচারে এই মুহূর্তে রয়েছে উত্তরবঙ্গে।
আরও পড়ুন-পঞ্চায়েত নির্বাচন নিয়ে পুলিশকে সতর্ক করল নবান্ন
আজ কোচবিহারে প্রচার সভা থেকে বিজেপিকে নিশানা করেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্ক প্রসূত প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মোদী সরকারকে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি মঞ্চ থেকে বলেন, ‘বিজেপি বলে বেড়াচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার ৩০০০ করে দেব। বিজেপি মিথ্যা কথা বলছে। তোমরা তো বলেছিলে উজ্জ্বলা দেবে? আগে উজ্জ্বলা ফিরিয়ে দাও। শুধু মিথ্যা কথা বলা তোমাদের কাজ।’
আরও পড়ুন-মঙ্গলবার থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর বন্ধ
এদিন মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা টাকা আদায় করে ছাড়ব। বাংলার বাড়ির টাকা ওরা বন্ধ করে রেখেছে। আমরা আগামী দিনে বাংলার বাড়ির টাকা না দিলে বিজেপিকে পরাজিত করে আমরা বাংলার বাড়ির টাকা নিয়ে আসব। ২ বছর সময় দিন বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে। যা কোনদিনও হয়নি এর আগে। ওরা আমেরিকাকে সন্তস্ট করছে। উনি দেশের নেতা হবেন।কখনো রাশিয়া যাচ্ছেন।প্লেন কিনছেন।অথচ আমার ১০০ দিনের কাজের টাকা দিচ্ছেন না।’