রিকেলমের বিদায়ী ম্যাচে মেসি, রেকর্ড নয়, ট্রফিই আসল

শনিবার ম্যাক্সি রডরিগেজের বিদায়ী ম্যাচে অংশ নিয়েছিলেন। পরের দিন রবিবার খেললেন হুয়ান রোমান রিকেলমের বিদায়ী ম্যাচে।

Must read

বুয়েনোস আইরেস, ২৬ জুন : শনিবার ম্যাক্সি রডরিগেজের বিদায়ী ম্যাচে অংশ নিয়েছিলেন। পরের দিন রবিবার খেললেন হুয়ান রোমান রিকেলমের বিদায়ী ম্যাচে। মেসিকে নিয়ে আবেগের মধ্যেও উজ্জ্বল হয়ে রইলেন আর্জেন্টিনার প্রাক্তন তারকা মিডফিল্ডার রিকেলমে। ম্যাচটা আসলে ছিল উৎসবের উপলক্ষ। মেসির আর্জেন্টিনা বনাম রিকেলমের বোকা জুনিয়র্স। টসের সময় মেসিকে বুকে টেনে নেন রিকেলমে। লা বোমবোনেরা স্টেডিয়ামে তখন আবেগের মুহূর্ত।

আরও পড়ুন-‘আগে উজ্জ্বলা ফিরিয়ে দাও’ লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

ম্যাচের পর মেসি জানিয়েছেন, আন্তর্জাতিক ম্যাচে গোলের রেকর্ড তাঁর কাছে মূল্যহীন খেতাব জয়ের থেকে। বুঝিয়ে দিয়েছেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের রেকর্ড ভাঙার লক্ষ্যে রাতের ঘুম নষ্ট করতে চান না।
ফুটবলে মেসির কিছু জেতার বাকি না থাকলেও বোকার সমর্থকদের কাছে রিকেলমেই বেশি প্রিয়। তবে মেসি, লিওনেল স্কালোনিরাও খালি হাতে ফেরেননি বোকার মাঠ থেকে। বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ায় বিশেষ স্মারক উপহার পেয়েছেন মেসি, স্কালোনিরা। বয়স বাড়লেও মাঠে ‘অলস সৌন্দর্য’ ছড়িয়েছেন রিকেলমে। গোলের দেখা পেয়েছেন পঁয়তাল্লিশের প্রাক্তন তারকা। গোল পেয়েছেন মেসিও। তবে আর্জেন্টিনাকে ৫-৩ গোলে হারিয়েছে বোকা জুনিয়র্স। ম্যাচ শেষে মেসির প্রশংসাও করেও রিকেলমে বলেছেন, ‘‘আমি সর্বকালের সেরা মারাদোনার সঙ্গে খেলেছি। তবে সময় এগিয়েছে, মেসিও বড় মাপের খেলোয়াড় হয়ে উঠেছে।’’

আরও পড়ুন-পঞ্চায়েত নির্বাচন নিয়ে পুলিশকে সতর্ক করল নবান্ন

মেসি বলেন, ‘‘এই সংবর্ধনায় থাকতে পেরে খুব ভাল লাগছে। আর্জেন্টাইন ফুটবল এবং বোকার জন্য এটা বিশেষ কিছু। এটা বিশেষ দিন।’’ আন্তর্জাতিক ফুটবলে গোলের রেকর্ডে চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডোর থেকে পিছিয়ে আছেন। মেসি বলেছেন, ‘‘গোলের রেকর্ড আমার কাছে গৌন। খেতাব জয়ই আসল। রেকর্ড নিয়ে আমি আর ভাবি না। আমার কেরিয়ার এখন এমন জায়গায় দাঁড়িয়ে সেখানে ট্রফি জয়ের বাইরে অন্য কিছুতে ফোকাস রাখা যায় না।’’

Latest article