‘বাংলাকে বদনাম করার চ.ক্রান্ত চলছে’, রাজধানীর পথে মুখ্যমন্ত্রী

এছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিল্লি যাওয়ার পথে মুখ্যমন্ত্রী নিজেই জানালেন কর্মসূচি।

Must read

আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার বকেয়া ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য তাঁর এই দিল্লি যাত্রা। এছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিল্লি যাওয়ার পথে মুখ্যমন্ত্রী নিজেই জানালেন কর্মসূচি।

আরও পড়ুন-পলাতক এসআই মনোজ শর্মা আলিগড়ে গ্রেফতার

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘১৮ তারিখ দলীয় সাংসদ ও সাংবাদিকদের সঙ্গে কথা বলব। ১৯ তারিখ ইন্ডিয়া জোটের মিটিং-এ থাকব। ২০ তারিখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বেলা ১১টায়।’

এদিন তিনি কেন্দ্রকে নিশানা করেন বলেন, ‘১০০দিনের কাজের টাকা, বাংলার বাড়ি, গ্রামীণ রাস্তার টাকা দিচ্ছে না কেন্দ্র। স্বাস্থ্য প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, সিলেবাসেও যা ইচ্ছে ঢোকাচ্ছে।’

আরও পড়ুন-পুরোহিতের নৃ.শংস মৃ.ত্যু বিহারে, অ.শান্ত এলাকা

তিনি বলেন, ‘সংসদের হানা নিরাপত্তার গাফিলতি, স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই সেটা স্বীকার করেছেন। ডেরেক এই নিয়ে আওয়াজ তুলেছিল বলে তাকে-সহ ১৫জনকে সাসপেন্ড করেছে। ওদিকে বাংলাকে বদনাম করার চক্রান্ত চলছে। সংসদে হানার সঙ্গে বাংলার যোগ নেই, বাংলা কোনও অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না।’

আরও পড়ুন-জানুয়ারিতে খুলছে ‘জগন্নাথ করিডর’, পুরীতে ৩ দিন ধরে যজ্ঞ

এদিন মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘৩বার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। বাংলার দাবি আদায়ে অভিষেকরা অনেক আন্দোলন করেছে। আন্দোলনটা দীর্ঘদিন ধরে চলছে। আমি নিজেও ৪৮ ঘণ্টা ধর্না দিয়েছি।’

Latest article