পলাতক এসআই মনোজ শর্মা আলিগড়ে গ্রেফতার

শর্মা নিখোঁজ হওয়ার ফলে পুলিশ তাকে খুঁজতে আলিগড় জুড়ে ব্যাপক অভিযান শুরু করে। এমনকি ২০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

Must read

আলিগড় (Aligarh) পুলিশ শনিবার সাব-ইন্সপেক্টর মনোজ শর্মাকে গত সপ্তাহে একটি ৫৫ বছর বয়সী মহিলাকে থানার মধ্যেই অসাবধানতাবশত গুলি করার ঘটনায় গ্রেপ্তার করেছে। ৮ই ডিসেম্বরের মর্মান্তিক ঘটনার পরে, শর্মা তার গ্রেপ্তারের আগে পর্যন্ত কর্তৃপক্ষকে এড়িয়ে চলেছিলেন। শর্মা নিখোঁজ হওয়ার ফলে পুলিশ তাকে খুঁজতে আলিগড় জুড়ে ব্যাপক অভিযান শুরু করে। এমনকি ২০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

আরও পড়ুন-পুরোহিতের নৃ.শংস মৃ.ত্যু বিহারে, অ.শান্ত এলাকা

নির্যাতিতা, ইশরাত নিগার নামের ওই মহিলা মর্মান্তিক ঘটনার পাঁচ দিন পরে জওহরলাল নেহেরু মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যায়। সোশ্যাল মিডিয়ায় সিসিটিভি ফুটেজে থানার ভিতরে সেই মুহূর্তটি প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে অফিসার শর্মা, তার পিস্তলটি নিয়ে কিছু করার সময়, অসাবধানতাবশত একটি গুলি মহিলার মাথায় আঘাত করেছিল। ভিডিওতে দেখা গিয়েছে যে অফিসার তার বন্দুক তাক করেছে এবং হঠাৎ গুলি চালানো হয়েছে। যার ফলে টেবিলের ওপাশে দাঁড়িয়ে থাকা ইশরাত মাটিতে লুটিয়ে পড়ে। হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। কিন্তু শেষরক্ষা হয় নি।

Latest article