‘মাছের তেলে মাছ ভেজেছে’ মোদি সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

একশো দিনের কাজের বকেয়া নিয়েও কেন্দ্রেকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, এ বিষয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

বৃহস্পতিবার, পূর্ব বর্ধমানে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাজেট নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ‘নতুন কর কাঠামোতে ৮০সি ধারায় দেড় লক্ষ টাকা পর্যন্ত যে ছাড় পেতেন, সেগুলো আর পাবেন না। ৮০ডি ধারায় মেডিক্যাল বিমায় যে ছাড় পেতেন সেটাও তুলে দিল। ন্যাশনাল পেনশন স্কিমে যে ছাড় দেওয়া হত, সেটাও তুলে নেওয়া হল। দিল দুই কাটল আড়াই। এই সরকার বেশি দিন থাকলে সব ব্যাঙ্কও তুলে দেবে।’

আরও পড়ুন-ঘাটালে সভা অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মোদি সরকার বাজেট ‘কথার কারসাজি’। আয়করে ছাড়ের বিষয়টি সম্পূর্ণ ‘ভাঁওতা’ বলে দাবি করে মুখ্যমন্ত্রী, ‘মাছের তেলে মাছ ভেজেছে।’ মুখ্যমন্ত্রীর মতে, আগের কর কাঠামোয় একাধিক বিনিয়োগ খাতে প্রায় দেড় লক্ষ টাকা ছাড় পাওয়া যেত। এবার সেটা পাওয়া যাবে না। পরিবারের স্বাস্থ্যবিমা, ন্যাশনাল পেনশন স্কিম-সহ একাধিক খাতে আয়করে যেসমস্ত ছাড় আগে পাওয়া যেত, নতুন কর কাঠামোয় তা মিলবে না বলে দাবি মমতার।

আরও পড়ুন-বাংলায় ভবিষ্যতে লক্ষ লক্ষ কর্মসংস্থান: মুখ্যমন্ত্রী

এদিন, একশো দিনের কাজের বকেয়া নিয়েও কেন্দ্রেকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, এ বিষয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, কেন্দ্র একশো দিনের কাজের টাকা না দিলে ‘দুর্বার’ আন্দোলন হবে। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ”কেন এই সরকার ১০০ দিনের কাজের টাকা কেটে নিয়েছে?” তাঁর অভিযোগ, ‘এই বাজেটে ৬০ হাজার কোটি টাকা কেটে নিয়েছে যাতে আগামী দিনে ১০০ দিনের কাজ না করতে পারে।’

আরও পড়ুন-৬ ফেব্রুয়ারি দিল্লির মেয়র নির্বাচন

কেন্দ্রীয় দল নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী। বলেন, ‘ক্ষমতা দেখাচ্ছ? নির্বাচনের আগে বড় বড় কথা। কেন্দ্রীয় দল পাঠাচ্ছ? ছারপোকা কামড়ালে, কালিপটকা ফাটলে কেন্দ্রীয় দল। কারও বাড়িতে লক্ষ্মীর ভান্ডার থাকলেও কেন্দ্রীয় দল।’ এরপরে মোদি সরকারকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ‘একশো দিনের কাজের টাকা না দিলে বাংলা ‘দুর্বার আন্দোলন’ গড়ে তুলবেন। মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা আটকালেও রাজ্য সরকার ৪০ লক্ষ কর্মদিবস তৈরি করেছে।’

Latest article