বিরোধী জোটে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আজ মঙ্গলবার বেঙ্গালুরুর বৈঠক শেষে দেশের কেন্দ্রীয় সরকার এনডিএ জোটকে চ্যালেঞ্জ করলেন তৃণমূল সভানেত্রী। এদিন নিজের বক্তব্যে মোদী সরকারকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দেশ বিক্রি করে দিচ্ছে বিজেপি।” দেশের গণতন্ত্র বাঁচাতে একজোট হয়েছে বিরোধীরা। চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূল সুপ্রিমো বলেন, বিজেপি, INDIA চ্যালেঞ্জ করতে পারবে? মমতার কথায়, ইন্ডিয়া জিতবে, দেশ জিতবে।
আরও পড়ুন-বাংলাদেশে দাপট দেখাচ্ছে ডেঙ্গু, মৃত শতাধি
বেঙ্গালুরুর বৈঠক থেকে বিজেপি তথা মোদি সরকারকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি অভিযোগ তোলেন, দেশ বিক্রি করে দিচ্ছে বিজেপি সরকার। মঙ্গলবার, সারাদেশের নজর ছিল ব্যাঙ্গালুরুর বৈঠকে। আগে থেকেই জল্পনা ছিল বিজেপি (BJP) বিরোধী নয়া জোটের নাম ঠিক হবে। সেই মতোই ঘোষণা হল- ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স- INDIA। সেই নামকে হাতিয়ার করেই তৃণমূল সভানেত্রী হুংকার দেন, বৈঠকে সবাই মিলে একটি চ্যালেঞ্জ নিয়েছি। NDA-কে চ্যালেঞ্জ করছে INDIA।
আরও পড়ুন-কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি প্রয়াত, শোকজ্ঞাপন বাংলার মুখ্যমন্ত্রীর
মমতার আবেদন, ভারতকে বাঁচাতে হবে। তাঁর কথায়, দেশের সকলের জীবন বিপদের মুখে। দেশ বিক্রি করছে বিজেপি। তীব্র আক্রমণ করে তৃণমূল সুপ্রিমো বলেন, নির্বাচিত রাজ্য সরকারকে বিধায়ক কেনাবেচা করে ফেলে দেওয়ার চক্রান্ত করছে গেরুয়া শিবির। বিরোধীদের ইডি-সিবিআই দিয়ে ভয় দেখাচ্ছে।গণতন্ত্রকে কেনার চেষ্টা করছে বিজেপি। দেশের গণতন্ত্র বাঁচাতে সবাই একজোট হয়ে সিদ্ধান্ত নিয়েছেন বলে ধন্যবাদ জানান তৃণমূল নেত্রী। বৈঠকে উপস্থিত সবার নাম উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুলের নাম বলার সময় বলেন, আমাদের সবার প্রিয় রাহুল গান্ধী।
আরও পড়ুন-বৃষ্টি-বন্যায় বিধ্বস্ত উত্তর ভারতের একাধিক রাজ্য, হিমাচলে মৃত্যু শতাধিক মানুষের
ইন্ডিয়া জিতবে, দেশ জিতবে- তৃণমূল সুপ্রিমোর এই স্লোগানে গমগম করে উঠল ব্যাঙ্গালুরু। মোদি সরকারকে উৎখাত করার জন্য যে চড়া সুর বাঁধার প্রয়োজন, বেঙ্গালুরুর বৈঠক থেকে সেই তার সপ্তমে বেঁধে দিলেন মমতা।