বাংলাদেশে দাপট দেখাচ্ছে ডেঙ্গু, মৃত শতাধি

Must read

বাংলাদেশে (Dengue- Bangladesh) হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সে দেশে হাসপাতালেগুলিতে চিকিৎসাধীন রয়েছে হাজার হাজার রোগী। ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা অন্তত ১০৬। তবে এখনও পর্যন্ত ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।

ডেঙ্গুর দাপটে কাঁপছে বাংলাদেশ (Dengue- Bangladesh)। গত কয়েক মাস ধরে ধীরে ধীরে বাড়ছিল ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ‌তবে জুলাই মাসেই আক্রান্তের সংখ্যা বেড়ে যায়। চলতি মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৯০০ জন। এর মধ্যে ডেঙ্গু প্রাণ কেড়েছে ৫৯ জনের। এখনও পর্যন্ত বাংলাদেশের হাসপাতালগুলিতে চিকিৎসাধীন রয়েছেন ২০ হাজর ৮৮৭ জন। সবমিলিয়ে মৃতের সংখ্যা ১০৬।

আরও পড়ুন: বিরোধী জোটের নাম ‘INDIA’: মোদি সরকারকে উৎখাত করতে একজোট ২৬টি দল

এহেন পরিস্থিতিতে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, দেশে এখন ডেঙ্গুর ‘জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ চলছে। দেশে এমনটা যথেষ্ট উদ্বেগের বিষয়। স্বাস্থ্যবিভাগ বলছে, এখনও জরুরি পরিস্থিতি ঘোষণা করার মতো পরিবেশ তৈরি হয়নি। সময় আসেনি। ডেঙ্গু উদ্বেগজনক পর্যায়ে গেলে জরুরি পরিস্থিতি জারি করা হতে পারে।

Latest article