রাজনীতি

১৫ অগাস্ট ২০২৪-এ বাংলার মেয়ে ভাষণ দেবেন লালকেল্লা থেকে: কুণাল ঘোষ

আসন্ন ২১ জুলাই শহিদ দিবসকে নজরে রেখে বাংলাজুড়ে প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার কেশিয়াড়িতে প্রচারে গিয়ে তৃণমূলের আগামী লক্ষ্য ঠিক করে দেওয়ার পাশাপাশি বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (TMC- Kunal Ghosh)। রীতিমতো সুর চড়িয়ে তিনি জানিয়ে দিলেন, ২১ জুলাই শপথ হবে ২০২৪ সালের ১৫ অগস্ট লালকেল্লায় ভাষণ দেবেন বাংলার মেয়ে তৈরি হবে মানুষের সরকার। একইসঙ্গে বিজেপির জনবিরোধী নীতি ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুকে চেনা সুরে আক্রমণ শানালেন কুণাল।

২১ জুলাই ধর্মতলা চলোর সমর্থনে কেশিয়াড়িতে তৃণমূলের জনসভায় উপস্থিত হয়ে কুণাল ঘোষ বলেন, “২১ জুলাই শুধু তৃণমূল নয়, বাংলার রাজনীতির অভিমুখ। এই ২১ জুলাই ঠিক করে দেয় বাংলার রাজনীতি কোনদিকে যাবে।” একইসঙ্গে এদিন ২১ জুলাইয়ের শপথ ঠিক করে দিয়ে কুণাল (TMC- Kunal Ghosh) বলেন, “২১ জুলাই শপথ হবে ২০২৪ সালের ১৫ অগস্ট লালকেল্লায় হাওয়াই চপ্পল পরা তাঁতের শাড়ি পরা বাংলার মেয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং মানুষের সরকার তৈরি হবে।” একইসঙ্গে দিল্লির মোদি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সরব হয়ে কুণাল বলেন, আজ গোটা দেশ ভয়াবহ পরিস্থিতির দিকে এগোচ্ছে, পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন, সার, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হুড়মুড়িয়ে বেড়ে চলেছে। আর ওরা বলছে জয় শ্রীরাম। জয় শ্রীরাম বলতে আপত্তি নেই যদি এই সব জিনিসের দাম কমে তবে।

আরও পড়ুন: দেশের সেরা যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এদিনের জনসভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও একহাত নেন কুণাল। সুর চড়িয়ে তিনি বলেন, ভোটের আগে কারও কারও মনে হল বিজেপি আসবে। ওমনি তাঁদের মনে হল দমবন্ধ লাগছে। প্লেন এলো। প্লেনে করে দিল্লি গেল। আর ভোট পার হতে তাঁরা এখন বলছে, দিদি অটো পাঠাও, ফিরে আসি।” একইসঙ্গে যোগ করেন, “বিজেপির পার্টি অফিসে বেঁধে রাখা কুকুরের মত ঘুরঘুর করছে শুভেন্দু। একটা চোর, তোলাবাজ, বেইমান ওকে কলার ধরে গ্রেফতার করাব। ২০১৬ সালে নারদায় ঘুষ নিয়েছিল। সেটা কে দেখিয়েছিল বিজেপি, গ্রেফতারের দাবি কে তুলেছে? বিজেপি। কি করে সে এখনও বাইরে ঘুরছে? এজেন্সি শুধু তৃণমূলের জন্য?” রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড়কেও, ‘বিজেপির দালাল, বিজেপির এজেন্ট’ বলে তোপ দাগেন কুণাল।

একইসঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের কথাও স্মরণ করিয়ে দিয়ে কুণাল ঘোষ বলেন, “আসন্ন ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। যেখানে বিরোধীদের তরফে প্রার্থী তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি যশবন্ত সিনহা। গোটা দেশের নেতৃত্ব তাঁকে ভোট দেবেন। বিজেপি থেকেও বিবেক ভোট হবে। বিজেপি যারা নিপীড়িত, দলের অন্দরে দলবাজিতে বীতশ্রদ্ধ তাঁরা ভোট দেবেন। রাষ্ট্রপতি নির্বাচন দিয়ে শুরু হচ্ছে। এই লড়াই ২৩-এর পঞ্চায়েত নির্বাচন হয়ে ২০২৪ সালে দিল্লিতে নরেন্দ্র মোদিকে উৎখাত করে মমতার নেতৃত্বে সরকার গড়া পর্যন্ত চলবে।”

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

33 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

56 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

1 hour ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

1 hour ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

1 hour ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

1 hour ago