দেশের সেরা যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Must read

দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় রাজ্যের যাদবপুর (Jadavpur University) এবং কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University)। কেন্দ্রীয় সরকারের তালিকায় সেরা বিশ্ববিদ্যালয়ের প্রথম দশে চতুর্থ স্থানে যাদবপুর। অষ্টম স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়। এই তালিকা প্রকাশের পরই শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবারই প্রকাশিত হয়েছে NIRF-এর তালিকা।সেই তালিকা অনুযায়ী প্রথম স্থানে রয়েছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু।এরপরই দ্বিতীয় ও তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে – জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU)ও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। চতুর্থ স্থানে যাদবপুর বিশ্ববিদ্যালয় (JU)। এবং অষ্টম স্থানে আছে কলকাতা বিশ্ববিদ্যালয় (University of Calcutta)।

আরও পড়ুন: স্তম্ভের সিংহ হিংস্রতর হল অতঃপর কী দাঁড়াল!

টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘NIRF র‌্যাঙ্কিংয়ে রাজ্যে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে যাদবপুর (Jadavpur University) এবং কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University)। কলেজের মধ্যে দেশে অষ্টম স্থানে রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ। শিক্ষক এবং শিক্ষার্থীদের আমার শুভেচ্ছা।’

এক নজরে প্রথম দশের তালিকা:-

প্রথম: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc), বেঙ্গালুরু
দ্বিতীয়: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU)
তৃতীয়: জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়
চতুর্থ: যাদবপুর বিশ্ববিদ্যালয় (JU)
পঞ্চম: অমৃতা বিশ্বপীঠ
ষষ্ঠ: বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (BHU)
সপ্তম: মণিপাল অ্যাকাডেমি
অষ্টম: কলকাতা বিশ্ববিদ্যালয় (University of Calcutta)
নবম: ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি (VIT)
দশম: হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়

Latest article