বিরক্তি প্রকাশ রোহিতের: বিরাটের ফর্ম নিয়ে এত কথার কী আছে

Must read

লন্ডন: আরও এক বার অফ ফর্মে থাকা বিরাট কোহলির (Virat Kohli) পাশে দাঁড়ালেন রোহিত শর্মা (Rohit Sharma)। সেই সঙ্গে বার বার বিরাটের ব্যর্থতা নিয়ে প্রশ্ন ওঠায় বিরক্তি প্রকাশ করতেও দেখা গিয়েছে ভারত অধিনায়ককে। লর্ডসে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ইংল্যান্ডের কাছে লজ্জার পরাজয়ের জন্য রোহিত দুষলেন দলের খারাপ ব্যাটিং এবং ফিল্ডিংকে। ব্যাটিং ব্যর্থতার প্রসঙ্গেই উঠে এসেছে বিরাটের ক্রমাগত রান না পাওয়া। দ্বিতীয় ওয়ান ডে’তে ১৬ রান করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিক রোহিতকে বলেন, ‘‘কোহলিকে নিয়ে তো নানারকম কথা হচ্ছে।’’ প্রশ্ন শুনেই বিরক্তি প্রকাশ করেন রোহিত।

রোহিত বলেন, ‘‘কেন বিরাট কোহলির (Virat Kohli- Rohit Sharma) ফর্ম নিয়ে এত আলোচনা হচ্ছে বলুন তো! আমি কিছুই বুঝতে পারছি না। এক জন দলের জন্য এত দিন ধরে এত রান করেছে। সে যদি দু’একটা সিরিজ বা দু’একটা বছর রান না করে, তার ফর্ম নিয়ে এত কথার কী আছে?’’
ভারত অধিনায়কের এই জবাবের পর আর এক সাংবাদিক ছন্দে না থাকা বিরাটকে নিয়ে দলের অবস্থান জানতে চাইলে তাঁকে রোহিত বলেন, ‘‘বিরাট অত্যন্ত উঁচু মানের ব্যাটার। দীর্ঘদিন ধরে বহু ম্যাচ খেলেছে। দলকে বহু ম্যাচ জিতিয়েছে। ওকে কোনও আশ্বাস দেওয়ার থাকতে পারে না। ওর খেলার মানের দিকে তাকান। কেরিয়ারে উত্থান-পতন থাকেই। খারাপ সময় সব ক্রিকেটারের জীবনেই আসে। বিরাট কত রান এবং কতগুলো শতরান করেছে দেখুন। ফর্মে ফিরতে ওর শুধু একটা বা দু’টো ভাল ইনিংস দরকার।’’

আরও পড়ুন: দেশের সেরা যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে হারের হতাশা গোপন করেননি রোহিত। বলেছেন, ‘‘আমাদের বোলিং বেশ ভাল হয়েছে। লক্ষ্য খুব বড় ছিল না। তবু সেই রানটা তুলতে পারলাম না। আমরা ভাল ব্যাট করতে পারিনি। মনে হয়েছিল পরের দিকে উইকেট একটু সহজ হয়ে যাবে। কিন্তু পুরো ম্যাচেই বোলাররা সাহায্য পেয়েছে।’’ উইলির ক্যাচ ফেলা নিয়েও হতাশা প্রকাশ করেন রোহিত।

Latest article