বাংলার বকেয়া আদায়ে কাল রাজধানীতে মুখ্যমন্ত্রী

লোকসভা ও রাজ্যসভা হামলা-কাণ্ড নিয়ে এই মুহূর্তে বেশ সরগরম । দিল্লি থেকে কলকাতা প্রতিবাদে ঝড় তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেস।

Must read

আগামিকাল, রবিবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। লক্ষ্য, বাংলার বকেয়া আদায়। ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের বকেয়া নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এছাড়াও দলীয় সাংসদদের সঙ্গে রয়েছে বৈঠক। শুধু তাই নয়, ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠকও এবার দিল্লিতে হচ্ছে। সেই বৈঠকেও যোগ দেবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-উত্তরের জেলায় যাওয়ার আগে থেকেই কটা.ক্ষ, গোব্যাক স্লোগান শুনলেন বিরোধী দলনেতা

সংসদে শীতকালীন অধিবেশন চলছে। লোকসভা ও রাজ্যসভা হামলা-কাণ্ড নিয়ে এই মুহূর্তে বেশ সরগরম । দিল্লি থেকে কলকাতা প্রতিবাদে ঝড় তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সংসদ চত্বরেও ইন্ডিয়া জোটের ধরনা-অবস্থান রোজই চলছে। ডেরেক ও’ব্রায়েন-সহ বিরোধীদের ১৪ জন সাংসদ সাসপেন্ড হয়েছেন বাকি সেশনের জন্য। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন। স্বাভাবিকভাবেই রাজধানীর রাজনৈতিক কুশীলবদের নজর তাঁর ‘এই সফরের দিকে থাকবেই। লোকসভা নির্বাচন আর মাত্র কয়েক মাস বাকি। তার আগে বিজেপির বিরুদ্ধে এককাট্টা হয়ে ইন্ডিয়া জোট যাতে মাঠে নামে সেক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সক্রিয় ভূমিকা থাকবে।

আরও পড়ুন-রাজ্যের মুকুটে নয়া পালক, সবচেয়ে শান্তিপূর্ণ পুলিশ জেলার পুরস্কার পেল ডায়মন্ড হারবার, শুভেচ্ছাবার্তা অভিষেকের

জানা গিয়েছে, এবারের ইন্ডিয়া জোটের বৈঠকের মূল আলোচ্য বিষয় রাজ্যভিত্তিক আসন সমঝোতা। ১৮ ডিসেম্বর দুপুর আড়াইটেয় দিল্লির বঙ্গভবনে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। ১৯ ডিসেম্বর তিনি যোগ দেবেন ইন্ডিয়া জোটের বৈঠকে। সেদিন বিকেল ৩টেয় দিল্লির অশোকা হোটেলে ইন্ডিয়া জোটের বৈঠক হবে। পরদিন সকালে সংসদ ভবনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় কার্যালয়েও থাকবেন ।

আরও পড়ুন-প্লাস্টিক বর্জ্য কাজে লাগাতে বিষ্ণুপুরে নয়া প্রকল্প

উল্লেখ্য, বাংলার বকেয়া নিয়ে যেভাবে প্রতিবাদ আন্দোলন তুঙ্গে নিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই আবহে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি হয়ে নেত্রী কী বলেন এবং প্রধানমন্ত্রীই বা বাংলার ন্যায্য প্রাপ্য আটকে রাখার বিষয়টি নিয়ে কী প্রতিক্রিয়া দেন সেদিকেও নজর থাকবে সকলের।

Latest article