প্রয়াত কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমেদ

কুয়েতের (Kuwait) আমির শেখ নওয়াফ আল আহমেদ (Sheikh Nawaf Al Ahmad Al Sabah) প্রয়াত। মৃত্যুকালে তাঁর ৮৬ বছর বয়স হয়েছিল।

Must read

কুয়েতের (Kuwait) আমির শেখ নওয়াফ আল আহমেদ (Sheikh Nawaf Al Ahmad Al Sabah) প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিন বছর আগে তিনি কুয়েতের আমির বা প্রধান এর পদগ্রহন করেন। ২০২০ সালে ৯১ বছর বয়সে আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ মৃত্যুর পর সিংহাসনে বসেছিলেন তাঁর সৎভাই শেখ নওয়াফ আল আহমেদ। এই মুহূর্তে তাঁর মৃত্য়ুতে কুয়েত সহ আরবের বিভিন্ন দেশে শোকের ছায়া। কুয়েতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা কুয়েতের আমিরের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।

আরও পড়ুন-বাংলার বকেয়া আদায়ে কাল রাজধানীতে মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, গত তিন বছরে আমির শেখ নওয়াফ আল আহমেদে আমলা কুয়েত আরব দুনিয়ার বাইরেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তাঁর সময়কালে চিরন্তন ধারনার বাইরে বেরিয়ে নতুন চিন্তাধারা সৃষ্টি করার চেষ্টা হয়। নভেম্বরের শেষ দিকে, শেখ নওয়াফকে অসুস্থতার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময় থেকে তাঁর স্বাস্থ্যের খবরের জন্য সকলেই অপেক্ষা করছিল। তিনি ২০২১ সালের মার্চ মাসে মেডিকেল পরীক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। প্রসঙ্গত, কুয়েত, প্রায় ৪.২ মিলিয়ন লোকের বাসস্থান যা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির চেয়ে সামান্য ছোট। একখানে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম তেলের মজুদ রয়েছে।

Latest article