২০১৩-এর ৩০ মে চির ঘুমের দেশে পাড়ি দিয়েছিলেন বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট পরিচালক (Film Director) ঋতুপর্ণ ঘোষ (Rituparno Ghosh)। তাঁর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। তাঁর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাচ্ছেন টলিউডের অভিনেতা- অভিনেত্রী থেকে পরিচালক- কলাকুশলীরাও।
বাংলা ছবিতে ঋতুপর্ণ ঘোষের (Rituparno Ghosh) মতো করে নারী চরিত্রকে যেমন করে কেউ আঁকতে পারেননি, তেমনই লিঙ্গ নির্বিশেষে প্রেমকে দেখাতে পারেনি। বাংলা ছবিতে ঋতুপর্ণ ঘোষ চিরকালের এক সত্তা। সবার থেকে আলাদা। অন্যরকম। তাঁর কর্মজীবনে ১৯টি চলচ্চিত্রের ১২টিতেই বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার লাভ করেছে, তিনি পেয়েছেন বহু আন্তর্জাতিক পুরস্কার।