‘ক্ষমতার আস্ফালন পরাজিত হল’ কর্নাটকে জয়ী কংগ্রেস, শুভেচ্ছাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কর্ণাটকে (Karnataka) একক সংখ্যাগরিষ্ঠতা এবার কংগ্রেসের। গদি হারাচ্ছে বিজেপি। শুধু সময়ের অপেক্ষা।

Must read

কর্ণাটকে (Karnataka) একক সংখ্যাগরিষ্ঠতা (majority) এবার কংগ্রেসের (Congress)। গদি (position) হারাচ্ছে বিজেপি। শুধু সময়ের অপেক্ষা। আর কিছুক্ষণের মধ্যে ইস্তফা দেবেন মুখ্যমন্ত্রী বোম্মাইয়া। ২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় ১৩৬টি আসনে এগিয়ে কংগ্রেস। বিজেপি এগিয়ে ৬৪টি আসনে। এখনও পর্যন্ত ২০টি আসনে এগিয়ে জেডিএস। অন্যান্যরা এগিয়ে ৪টি আসনে।

আরও পড়ুন-কর্নাটকে পাঁকে পড়ল পদ্ম, জয়ী কংগ্রেস

এদিকে এই ফলাফলের পরিপ্রেক্ষিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) টুইট করে লেখেন, ‘পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ায় কর্ণাটকের জনগণকে কুর্নিশ। ক্ষমতার আস্ফালন পরাজিত হল। মানুষ যখন গণতন্ত্রের জয় চায় তখন তাঁদের কোনও কেন্দ্রীয় নীলনক্সা পরাজিত করতে পারে না’,’এটাই নীতিকথা এবং আগামীর শিক্ষা’।

 

Latest article