চন্দ্রযানের সাফল্যে জড়িত বাঙালি বিজ্ঞনীদের সংবর্ধনা দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়

চাঁদের মাটিতে বিক্রমের পা দেওয়ার পরেই সকল বাঙালি বিজ্ঞানীদের আলাদা করে চিঠি পাঠিয়ে অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

চন্দ্রযান ৩- (Chandrayan3) এর সাফল্যের সঙ্গে জড়িত যে সকল বাঙালি বিজ্ঞানী (Scientist) রয়েছেন তাদের সকলকে সম্বর্ধনা দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চাঁদের দক্ষিণ মেরুতে ‘বিক্রমকে’ পৌঁছনোর মত মহৎ কাজের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইসরোকেও সংবর্ধিত করতে চান।

আরও পড়ুন-পাক গুপ্তচর সংস্থাকে ভারতের নথি পাচার করতে গিয়ে এসটিএফের হাতে ধৃত যুবক

চাঁদের মাটিতে বিক্রমের পা দেওয়ার পরেই সকল বাঙালি বিজ্ঞানীদের আলাদা করে চিঠি পাঠিয়ে অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তিনি ইসরোর প্রধান পি এস সোমনাথকেও চিঠি পাঠিয়েছেন। এই সংবর্ধনা অনুষ্ঠান কবে, কোথায় হবে সেটা যদিও এখনও ঠিক হয়নি। নবান্ন সূত্রে খবর, খুব তাড়াতাড়ি এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

আরও পড়ুন-৫ মাসে ২৫৩৬ পরিবারকে কৃষকবন্ধু প্রকল্পে আর্থিক সাহায্য রাজ্যের

এদিন বিধানসভার শেষে মন্ত্রী অরূপ বিশ্বস জানান,’যে বিজ্ঞানীদের সাফল্য নিয়ে আমরা আনন্দ করছি, গর্ব করছি। যারা দিনরাত পরিশ্রম করে চন্দ্রযান ৩-এর অভিযানকে সফল করছেন তারাই ১৭ মাস ধরে বেতন পাচ্ছেন না।’

Latest article