বিজয়ী চার প্রার্থীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা

Must read

নিউজ ডেস্ক: প্রবল উত্তেজনার মধ্যে দিয়ে গত ৩০ অক্টোবর খড়দহ সহ রো তিন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল বিধানসভা উপনির্বাচন। খড়দহে ভুয়ো বাংলাদেশি ভোটার পাকড়াও করার অভিযোগ তুলেছিল বিজেপি। আজ সেই লড়াইয়ের ফল প্রকাশ হচ্ছে আর সেখানে দেখা যাচ্ছে দিনহাটাতে উদয়ন গুহকে এর মধ্যেই জয়ী ঘোষণা করা হয়েছে। অন্যদিকে দ্বাদশ রাউন্ডের ভোট গণনা শেষে ৭০ হাজার ৮০ ভোটে এগিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।

আরও পড়ুন-লড়বেন না অখিলেশ

এই শুভক্ষণে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে টুইট করে সকলকে শুভেচ্ছা জানান। তিনি লিখেছেন

‘বিজয়ী চার প্রার্থীকে আমার আন্তরিক অভিনন্দন!

এই বিজয় জনগণের বিজয়, কারণ এটি দেখায় কিভাবে বাংলা সর্বদা অপপ্রচার ও ঘৃণার রাজনীতির পরিবর্তে উন্নয়ন ও ঐক্যকে বেছে নেবে। জনগণের আশীর্বাদে আমরা বাংলাকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি!’

 

Latest article