আজ পঞ্চমী। এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে সাধারণ মানুষের ঠাকুর দেখার পর্ব। মহালয়া থেকেই কলকাতার বিভিন্ন পুজো উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। আর কিছুক্ষন পরেই নিয়ম অনুযায়ী শুরু হয়ে যাবে দেবীর বোধন।
রবিবার সকাল থেকেই শরতের আকাশ পরিষ্কার। সাদা পেঁজা মেঘের দেখাও মিলেছে। রোদে রয়েছে সোনালি স্পর্শ। গত কয়েকদিনের দুঃখ ভুলে শহর মেতেছে শারদ আনন্দে। বৃষ্টি থেমেছে, এতে খুশি যেন দ্বিগুণ হয়ে গেছে সাধারণ মানুষ থেকে ব্যবসাদার সকলেরই।
এদিন সকালেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে রাজ্যবাসীকে মহাপঞ্চমীর শুভেচ্ছা জানিয়েছেন।