নববর্ষের শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

নববর্ষ ১৪৩০ উপলক্ষে বাংলা নতুন বছর বৈশাখ মাসের প্রথম দিনে শুভেচ্ছা বার্তা পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

ভালো মন্দে পার হয়ে গেল আরও একটা বছর । আজ পয়লা বৈশাখ (Bengali new year), নববর্ষ ১৪৩০। বাঙালিদের কাছে পয়লা বৈশাখ মানেই নতুন জামা আনন্দ আর খাওয়া দাওয়া। সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালিয়ানার আবেগ। প্রতিটা বাঙালির কাছেই আজকের দিনটার একটা বিশেষ গুরুত্ব রয়েছে।

আরও পড়ুন-রবীন্দ্রনাথ ঠাকুর থেকে সত্যজিৎ রায়, বাংলার সাংস্কৃতিক ঐশ্বর্য

নববর্ষ ১৪৩০ উপলক্ষে বাংলা নতুন বছর বৈশাখ মাসের প্রথম দিনে শুভেচ্ছা বার্তা পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

তিনি টুইট করে লিখলেন, পয়লা বৈশাখ উপলক্ষে সকল সহবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি কামনা করি নববর্ষের ভোর আপনার জীবনে আশা, সুখ এবং স্বাস্থ্যের প্রাচুর্য নিয়ে আসুক। আজ, আসুন সমাজের অন্তর্ভুক্তিমূলক কল্যাণ ও উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হই। শুভ নববর্ষ।’

 

Latest article