আজ ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। চব্বিশে এখন তাদের লক্ষ্য চব্বিশ। সোমবার তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশের আগে এমনই স্লোগান দিয়েছে শাসক শিবির। তৃণমূল ছাত্র পরিষদ এ বছর ২৪ বছরে পা দিল।
রবিবার বলে এবার ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশের সমাবেশ হতে চলেছে সোমবার ২৯ অগস্ট। সেই সমাবেশ থেকেই ২০২৪-এর লোকসভা ভোটকে লক্ষ্য করে ঝাঁপানোর বার্তা দেবে দলের শীর্ষ নেতৃত্ব। সোমবারের জন্য শনিবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে প্রস্তুতি সভা করে তৃণমূল ছাত্র পরিষদ। তৃণাঙ্কুর ভট্টাচার্যের নেতৃত্বে এই সভা হয়। উপস্থিত ছিলেন তাপস রায় ও বৈশ্বানর চট্টোপাধ্যায়। কোথায় কীভাবে সমাবেশের জন্য কী ব্যবস্থা থাকবে, বড় জমায়েত কোন কোন জায়গায় হতে পারে এই সমস্ত নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন-হকির অ্যাস্ট্রোটার্ফ থেকে স্পোর্টস ভিলেজ, স্বপ্নপূরণের পথে মুখ্যমন্ত্রী
শনিবার রাত থেকেই ছাত্র সমাবেশের জন্য জেলার লোকজন আসতে শুরু করেছে। রবিবার উত্তরবঙ্গ-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছাত্র পরিষদের সদস্যরা এসে কলকাতায় পৌঁছবে। ক্ষুদিরাম অনুশীলনেই তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে সৌগত রায় বলেন, “বার্তা একটাই, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করার কেন্দ্রীয় চক্রান্তের বিরুদ্ধে ছাত্রদেরই সোচ্চার হতে হবে, প্রতিবাদ করতে হবে।”
আজকের এই বিশেষ দিন উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে শুভেচ্ছা জানিয়েছেন এবং পরবর্তী পরিকল্পনার জন্য বার্তা দিয়েছেন। তিনি লেখেন, ‘তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আমি আমাদের ছাত্র সম্প্রদায়ের সকল সদস্যকে তাদের কৃতিত্বের জন্য অভিনন্দন জানাই! আপনাদের অক্লান্ত অবদান তৃণমূল কংগ্রেস পরিবারের সকলের কাছে মূল্যবান। আপনারা সবসময় আমাদের গর্ব হবেন! মানুষ এবং এই জাতির জন্য লড়াই চালিয়ে যান, কখনও হাল ছাড়বেন না।’
On #TMCPFoundationDay, I congratulate all members of our student community for their achievements! Your tireless contribution towards the @AITCofficial family is valued by one and all.
You will always be our pride! Keep fighting for people and this nation, never give up!
— Mamata Banerjee (@MamataOfficial) August 28, 2022
এদিন নিজের ফেসবুকেও তিনি ছাত্র পরিষদের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন।